২১ জুলাই সভাস্থলে জল রুখবে কলকাতা পুরসভা

তৃণমল কংগ্রেসের উদ্যোগে ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশ ঘিরে যেমন কড়া নিরাপত্তা তেমনই থাকছে বৃষ্টি হলে জমা জল নিকাশের ব্যবস্থা। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ২১ জুলাই…

তৃণমল কংগ্রেসের উদ্যোগে ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশ ঘিরে যেমন কড়া নিরাপত্তা তেমনই থাকছে বৃষ্টি হলে জমা জল নিকাশের ব্যবস্থা। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ২১ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ইতিমধ্যে কলকাতায় জমায়েত করতে শুরু করেছেন বিভিন্ন জেলা থেকে তৃণমূল সমর্থকরা। এমন পরিস্থিতিতে যাতে সভা চত্বরে কোনওভাবেই জল না জমে তার জন্য প্রস্তুতি নিয়েছে কলকাতা পুরসভা।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ৬ টি মেকানিক্যাল সুইপার, ১৪৪ টি ম্যানহোল ডিসিল্টিং মেশিন, ২০টি গালিপিট এমটিয়ার, চারটি ব্লো ভ্যাক মেশিন প্রস্তুত রাখা হয়েছে। ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে চৌরঙ্গী, জহরলাল নেহরু রোড, পার্ক স্ট্রিটে। এইসব জায়গা পরিষ্কার রাখতে নেমে পড়েছে পুরসভার কঠিন ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। সভার আগে এবং পরে শহরকে পরিষ্কার রাখবে এই বিভাগ। মেয়র পারিষদ দেবব্রত মজুমদার জানিয়েছেন, “একুশে জুলাই ৫০ জন পুরসভার কর্মী আবর্জনা পরিষ্কারের দায়িত্বে থাকবেন। যতদূর পর্যন্ত মানুষের ভিড় থাকবে ততদূর পর্যন্ত পুরসভার এই মেকানিক্যাল স্লিপার মেশিন ঘুরে ঘুরে পরিষ্কার করে বেড়াবে।“

মেয়র পারিষদ আরও জানান, “সভা চত্বরে ময়লা ফেলার কন্টেইনার থাকবে। জলের বোতল, খাবার প্যাকেট, ফলের খোসা এবং অন্যান্য ময়লা কন্টেনারে ফেলে দিতে পারবেন মানুষ। সভা শেষ হওয়ার পর ৩০ মিনিটের মধ্যে সভা চত্বর পরিষ্কার করা হবে।“

ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বৃষ্টি হলে জল যে জমবে না তা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারিনি কলকাতা পুরসভা।