ভারতীয়-আফগানি ব্যবসাদারকে বন্দুক দেখিয়ে অপহরণ করল তালিবান জঙ্গিরা

কাবুল: মাথার কাছে বন্দুক। চোখে ইশারা নেমে আয় জলদি। মৃত্যু সামনে বুঝতে পারেন কাবুলের ওষুধ ব্যবসাদার বাঁশরি লাল আন্দে। তিনি নেমে আসেন গাড়ি থেকে। আর…

Bansari Lal, who's in the business of pharmaceutical products

কাবুল: মাথার কাছে বন্দুক। চোখে ইশারা নেমে আয় জলদি। মৃত্যু সামনে বুঝতে পারেন কাবুলের ওষুধ ব্যবসাদার বাঁশরি লাল আন্দে। তিনি নেমে আসেন গাড়ি থেকে। আর কোনও খোঁজ নেই তাঁর। জঙ্গি তালিবান সরকারের রক্ষীরা এই ভারতীয় বংশজাত আফগান নাগরিককে অপহরণ করেছে।

কাবুলে ওষুধ দোকানদার বাঁশরি লাল। অভিযোগ, দোকানে যাওয়ার পথেই তাকে অপহরণ করে নিয়ে যায় তালিবানরা। আফগানিস্তানের বাসিন্দা হলেও বাঁশরি লাল আন্দে একজন ভারতীয় বংশজাত। দিল্লিতে পরিবার আছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

রোজকারমত গাড়িতে চেপে দোকানে যাচ্ছিলেন বাঁশরি লাল। গাড়িতে তাঁর দেকানের কিছু কর্মী ছিলেন। সেই গাড়ি ঘিরে নেয় সরকারে আসা তালিবান জঙ্গিরা। বাঁশরি লালকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর তার কয়েকজন সঙ্গী কোনোরকমে পালিয়ে বেঁচেছেন। কাবুলের ১১ তম পুলিশ জেলায় এই ঘটনা ঘটেছে।

অপহরণের খবর জানানো হয়েছে ভারতের বিদেশমন্ত্রককে। ভারত সরকারের তরফ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়। তবে তালিবান সরকার নিরুত্তর।