Transfer Window: এফসি গোয়া দলে সই করলেন স্প্যানিশ ফুটবলার

নয়া ফুটবল মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল এফসি গোয়া (FC Goa)। সেইমতো বহু আগেই হায়দরাবাদ এফসির আইএসএল জয়ী কোচ মানালো মার্কুইসকে নতুন মরশুমের জন্য চূড়ান্ত করেছিল এই দল।

victor rodriguez

Transfer Window: নয়া ফুটবল মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল এফসি গোয়া (FC Goa)। সেইমতো বহু আগেই হায়দরাবাদ এফসির আইএসএল জয়ী কোচ মানালো মার্কুইসকে নতুন মরশুমের জন্য চূড়ান্ত করেছিল এই দল। বর্তমানে তার পছন্দের খেলোয়াড়দের নিয়েই এবার ঢেলে সাজানো হচ্ছে এফসি গোয়া দলকে।

তাই গত কয়েকমাস আগেই দেশীয় ফুটবলারদের পাশাপাশি হার্নান সান্তানার মতো একাধিক বিদেশি ফুটবলারদের ও দল থেকে রিলিজ করে দেওয়া হয়। এমনকি দল থেকে বাদ পড়তে হয় এডু গার্সিয়ার মতো ফুটবলারকে। টানা ছয়টি মরশুম গোয়া দলের জার্সিতে আইএসএল খেললেও এবার আর তাকে দলে রাখতে চাননি গোয়ার কোচ। তার বদলে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের আনা হয়েছে এই দলে।

   

East Bengal Targets Odisha FC's Víctor Rodríguez After Nandakumar Signing

কিছুদিন আগেই বেঙ্গালুরু এফসির ঘর ভেঙে দুই তারকা ফুটবলারদের টেনেছে এফসি গোয়া। যাদের মধ্যে রয়েছেন দেশের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান ও তারকা ফরোয়ার্ড উদান্তা সিং। নতুন মরশুমের জন্য উভয়ের ডেস্টিনেশন থেকেছে এই গোয়া। তবে বিদেশি বাছাই করার ক্ষেত্রে ও খামতি রাখেনি ম্যানেজমেন্ট। পূর্বেই এডু বেদিয়ার বদলে দলে আনা হয়েছে পাওলো রেট্রেকে।

আরও পড়ুন: Ahmed Jahouh: আগামী মরশুমে ওডিশায় খেলবেন জাহু, চূড়ান্ত করল ম্যানেজমেন্ট

এবার সেই তালিকায় যুক্ত হলেন আরেক স্প্যানিশ ফুটবলার। তিনি ভিক্টর রড্রিগেজ। গত মরশুমে জোসেফ গাম্বাউ ও ক্লিফোর্ড মিরান্ডার তত্ত্বাবধানে হিরো আইএসএল ও হিরো সুপার কাপ খেলেছিলেন এই তারকা ফুটবলার। জিতেছেন সুপার কাপ। তবে সার্জিও লোবেরা দলের দায়িত্ব পাওয়ার পর একপ্রকার অনিশ্চিত হয়ে গিয়েছিল তার থাকার কথা।

অবশেষে ওডিশা এফসি থেকে রিলিজ নিয়ে একটি মরশুমের জন্য এফসি গোয়ার সঙ্গে যুক্ত হলেন এই তারকা ফুটবলার। ওডিশা এফসিতে আসার আগে স্পেনের এলচে এফসি ও জারগোজার মতো ক্লাবে খেলেছেন তিনি। এছাড়াও আমেরিকার সিয়াটেল সাউন্ডার্সের হয়ে একটা সময় দাপিয়ে বেড়িয়েছেন বছর তেত্রিশের এই তারকা।