মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এগিয়ে এল মেট্রো, মিলবে বিশেষ পরিষেবা

কলকাতা: রেল, পরিবহন দফতরের পর এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এগিয়ে এল কলকাতা মেট্রো৷ ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা ছাড়াও রয়েছে উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষা৷ তাই…

Kolkata Metro

কলকাতা: রেল, পরিবহন দফতরের পর এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এগিয়ে এল কলকাতা মেট্রো৷ ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা ছাড়াও রয়েছে উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষা৷ তাই এই মাস জুড়ে ছাত্রছাত্রীদের সুবিধার্থে শনিবার অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল৷

পূর্ব নির্ধারিত সূচি বদল করেছে মধ্যশিক্ষা পর্ষদ, এগিয়ে এসেছে মাধ্যমিক পরীক্ষার সময়৷ পরীক্ষা শুরু হবে বেলা ১০টা থেকে, চলবে বেলা ১টা পর্যন্ত৷ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশ করতে পারবে৷ প্রশ্নপত্র বিতরণ শুরু হবে বেলা ৯টা ৪৫ থেকে৷

তাই বৃহস্পতিবার মেট্রো রেলের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শনিবার আপ এবং ডাউন লাইনে চার জোড়া অতিরিক্ত মেট্রো চলবে৷ অর্থাৎ আপ লাইনে চারটি এবং ডাউনলাইনে চারটি করে মেট্রো চলবে৷ সকাল ৮.২০ মিনিট থেকে ৯টা পর্যন্ত আপ লাইনে দুটি এবং ডাউন লাইনে দুটি করে অতিরিক্ত মেট্রো চলবে৷

এর পাশাপাশি বেলা ১টা থেকে ২টোর মধ্যে আপ ও ব্লু ডাউন লাইনে আরও একজোড়া করে মেট্রো যাতায়াত করবে৷ পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকরা যাতে নিশ্চিন্তে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে পারেন তার জন্যই এই পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছে মেট্রো রেল৷ চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, ৯,২৩,০১৩ জন৷ এদের মধ্যে পুরুষের সংখ্যা ৪,০৫,৯৯৪৷ মহিলা পরীক্ষার্থীদের সংখ্যা ৫,১৭০,১৯ জন৷ পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২৬৭৫টি৷