Mamata Banerjee Targets: লোকসভা নির্বাচনে মমতার নজরে মতুয়া ভোট

পাখির চোখ লোকসভা ভোট। তৃণমূলের নজরে মতুয়া ভোট। মতুয়া প্রভাবিত নদিয়ায় দাঁড়িয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।  CAA বিরোধিতায় ফের সুর চড়ালেন। বৃহস্পতিবার নদিয়ার…

Mamata Banerjee Targets Matua Vote Bank Ahead of Lok Sabha Elections

পাখির চোখ লোকসভা ভোট। তৃণমূলের নজরে মতুয়া ভোট। মতুয়া প্রভাবিত নদিয়ায় দাঁড়িয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।  CAA বিরোধিতায় ফের সুর চড়ালেন।

বৃহস্পতিবার নদিয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এনআরসি আমি করতে দেব না। বিজেপির প্ল্যান আছে ভোটের আগে এনআরসি করার প্ল্যান আছে। আর ক্যা নামে মিথ্যে কথা বলছে। ক্যা–টা কি। মতুয়ারা নাগরিক নন?’

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রয়েছে মতুয়াদের প্রভাব। এর মধ্যে অন্যতম নদিয়া। নদিয়ায় দুটি লোকসভা কেন্দ্র। কৃষ্ণনগর ও রানাঘাট। এর মধ্যে রানাঘাট লোকসভা কেন্দ্রের ৫টি বিধানসভা আসনে মতুয়া ভোটার পঞ্চাশ শতাংশের বেশি। এই মতুয়াদের দীর্ঘদিনের দাবি নাগরিকত্ব। সেই নাগরিকত্ব ইস্যুতেই মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, নদিয়ার শান্তিপুরের মঞ্চ থেকে ফের তিনি CAAবিরোধিতায় সুর চড়ান। একই সঙ্গে মনে করিয়ে দেন মতুয়াদের উন্নয়নে কী কী করেছে তৃণমূল সরকার।

উনিশের লোকসভা ভোটে মতুয়াদের বড় অংশের সমর্থন যায় বিজেপির দিকে। ভোটে জিতে মোদি সরকার নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করে। কিন্তু, তারপর আরেকটা লোকসভা ভোট চলে এল। আজও সিএএ চালু হয়নি। এ নিয়ে মতুয়াদের অনেকের মনেই ক্ষোভ। যা সামাল দিতে বারবার সিএএ চালু করার প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপি নেতারা। এই পরিস্থিতিতে ময়দানে মমতাও। প্রথম থেকেই তিনি সিএএ-বিরোধী। এ দিনও সিএএ বিরোধিতায় সুর চড়ান মমতা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ক্যা নামে মিথ্যে কথা বলছে। ক্যা–টা কি। মতুয়ারা নাগরিক নন? এগুলি ওদের রাজনৈতিক চাল। এগুলো করে আপনাদের আইসোলেট করতে চায়।’

মতুয়া প্রভাবিত রাণাঘাট এবং বনগাঁ লোকসভা আসনে গতবার জেতে বিজেপি। একুশের বিধানসভা ভোটের নিরিখেও এই দুই লোকসভা কেন্দ্রে এগিয়ে পদ্ম শিবির। রাজ্যের ৮৩ টি বিধানসভা আসন মতুয়া প্রভাবিত। একুশের বিধানসভা নির্বাচনে এর মধ্যে ৫৩ টি আসন জেতে তৃণমূল। বাকি ৩০টিতে বিজেপি। চব্বিশের লোকসভা ভোটেও এই সাফল্য ধরে রাখতে মরিয়া তৃণমূল। তাই সিএএ বিরোধিতায় মমতার সুরও সপ্তমে।