Kalimpong: রুশ যুদ্ধক্ষেত্রে আটকে এক বঙ্গসন্তান, সাহায্য চাইলেন মমতা-মোদীর

রুশ যুদ্ধক্ষেত্রে আটকে এক বাঙালি! উরজেন তামাং নামে এক বসন্তানের এমনই দাবি ঘিরে সমাজমাধ্যমে শোরগোল পরে গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে চাকরি দেওয়ার অজুহাতে তাঁকে…

Russia-Ukraine war

রুশ যুদ্ধক্ষেত্রে আটকে এক বাঙালি! উরজেন তামাং নামে এক বসন্তানের এমনই দাবি ঘিরে সমাজমাধ্যমে শোরগোল পরে গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে চাকরি দেওয়ার অজুহাতে তাঁকে রাশিয়ায় নিয়ে গিয়েছিল এক ট্রাভেল এজেন্ট। কিন্তু, সেখানে নিয়ে গিয়ে তাঁকে ইউক্রেন যুদ্ধে একজন রুশ যোদ্ধা হিসেবে নিয়োগ করা হয়েছে। আর এই পরিস্থিতিতে পড়ে তিনি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছেন।

 

 

কালিম্পংয়ের ১৯ নম্বর ওয়ার্ডের চিবো পুরবুং-এর বাসিন্দা উরজেন। ঘরে রয়েছে উরজেনের স্ত্রী অম্বিকা তামাং এবং তাঁদের দুই সন্তান। অম্বিকা জানিয়েছেন, ১৮ জানুয়ারি ঘর ছেড়েছিলেন উরজেন। কিন্তু, সেই সময় তাঁদের ধারনাই ছিল না যে, তাঁদের সঙ্গে কেউ প্রতারণা করছে। বছর সাতচল্লিশ এই উরজেন তামাং একজন প্রাক্তন সেনা কর্মী।

সমাজ মাধ্যমে উরজেনের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে উরদেনকে বলতে শোনা যাচ্ছে, ”আমাকে বাঁচান। যুদ্ধ করার জন্য আমাকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হচ্ছে। আমি ভারত সরকারের কাছে আবেদন করছি, আমাকে বাঁচান।” তিনি আরও জানিয়েছেন, তাঁকে রাশিয়ায় নিরাপত্তারক্ষীর চাকরি দেওয়া হবে বলে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছে সে বুঝতে পারে তাঁর সঙ্গে প্রতারনা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার শেষবার তাঁর কাছে তিনি বাড়িতে যোগাযোগ করতে পেরেছিলেন। তারপর থেকে তিনি আর বাড়িতে যোগাযোগ করতে পারেননি।

কালিম্পং-এ তাঁর পরিবারের সদস্যরাও সাহায্য চেয়েছেন ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান অনিত থাপা এবং স্থানীয় বিজেপি সাংসদ রাজু বিস্তার সঙ্গে যোগাযোগ করেছে স্থানীয় প্রশাসন।