BJP;অবশেষে বিজেপির টিকিটে লড়তে চলেছে,বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত

রবিবার দিনভর অপেক্ষার পরে পাক্কা রাত ন’টায় পঞ্চম দফার প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। আর সেই তালিকায় মোট ১১১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির।প্রকাশ্যে…

bjp

রবিবার দিনভর অপেক্ষার পরে পাক্কা রাত ন’টায় পঞ্চম দফার প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। আর সেই তালিকায় মোট ১১১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির।প্রকাশ্যে এল আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা। আর সেখানেই রয়েছে ভরপুর চমক। চমকে দিয়ে এবার বিজেপির হয়ে মান্ডি থেকে লড়াই করবেন বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত। এর আগে তিনি বহুবার বিজেপির সমর্থনে নানা পোস্ট করেছেন। তখন থেকেই অনেকেই অনুমান করেছিলেন যে তিনি হয়তো রাজনীতিতে পা রাখতে চলেছেন। অবশেষে সেই জল্পনা সত্যি হল। তবে কেবল তিনি নয়, এবার বিজেপির তরফে টিকিট দেওয়া হয়েছে ছোট পর্দার রামায়ণের ‘রাম’ অরুণ গোভিলকেও।মাণ্ডি থেকে কঙ্গনা রানাওয়াত, মীরাট থেকে ‘রাম’ অরুণ গোভিল- লোকসভা নির্বাচনের জন্য বিজেপির পঞ্চম দফার প্রার্থীতালিকায় ঠাঁই পেলেন দুই ‘হিন্দুত্বাবাদী’ তারকা।

সূত্রের খবর, পঞ্চম দফার প্রার্থীতালিকায় পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে একাধিক আসনের নাম থাকতে পারে। একটি মহলে জল্পনা চলছে যে হিমাচল প্রদেশের মাণ্ডি আসন থেকে টিকিট দেওয়া হতে পারে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে।রবিবারের আগে পর্যন্ত মোট ২৯২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। প্রথম দফায় ১৯৫টি আসনে প্রার্থী নাম ঘোষণা করেছিল। দ্বিতীয় দফায় ৭২টি আসনে প্রার্থী দিয়েছে। তৃতীয় দফায় ন’টি আসন এবং চতুর্থ দফায় ১৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি।