হাতে সিসিটিভি নিয়ে অরবিন্দ ভবনে রাজন্যা

তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সহ রাজন্যা, হাতে সিসিটিভি ক্যামেরা নিয়ে এগিয়ে চলেছে অরবিন্দ ভবনের দিকে। দলীয় পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে চলেছে তারা। এই বিষয়ে…

তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সহ রাজন্যা, হাতে সিসিটিভি ক্যামেরা নিয়ে এগিয়ে চলেছে অরবিন্দ ভবনের দিকে। দলীয় পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে চলেছে তারা। এই বিষয়ে রাজন্যা জানিয়েছে, “ওরা জানতো না সিসিটিভি আসলে কি। তাই আমরা ওদের শেখাচ্ছি। সংবেদনশীলতা, প্রগতিশীলতা কি সেটা আমরা শেখাচ্ছি”। তিনি আরো বলেন, “ওরা ভুলেই গেছে যে সিসিটিভি কেমন দেখতে হয়। সবাইকে দেখিয়ে দিতে চাই সিসিটিভির কাজ”।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি সহ বিশ্ববিদ্যালয় চত্বর। একের পর এক মিটিং মিছিল লেগেই রয়েছে। আজ ফের তৃণমূল ছাত্র সংগঠন পতাকা হাতে এগিয়ে চলেছে।

   

এ বিষয়ে এসএফআইয়ের এক ছাত্র জানিয়েছেন, ” সিসিটিভি ক্যামেরা লাগালে সবার প্রথমে তৃণমূলের ছাত্র পরিষদের ইউনিট উঠে যাবে। কারণ ক্যাম্পাসে সবথেকে বেশি নেশা করতে দেখা যায় তৃণমূল নেতাদের। তাদের পতাকা ছিড়তে দেখা যায়। এই সিসিটিভির লাগালে সবার প্রথমে তৃণমূল উচ্ছেদ হবে”।

একদিকে রাজন্যা হালদার সিসিটিভি ক্যামেরা নিয়ে এসেছে। অন্যদিকে এসএফআইয়ের তরফ থেকে চলছে স্লোগান “তৃণমূল মুর্দাবাদ”। রীতিমতো গোটা ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে।