Durand Cup: দারুণ চারটে গোল দেখল যুবভারতী

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল Durand Cup-এর ম্যাচ। ইন্ডিয়ান নেভি (Indian Navy) ফুটবল দলের মুখোমুখি হয়েছিল মুম্বই সিটি এফসি (Mumbai City FC)।

Indian Navy vs Mumbai City FC

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল Durand Cup-এর ম্যাচ। ইন্ডিয়ান নেভি (Indian Navy) ফুটবল দলের মুখোমুখি হয়েছিল মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। বিদেশি ফুটবলারদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে মাঠে নামিয়েছিল মুম্বই। দুই অর্ধ মিলিয়ে হল মোট চারটি গোল।

এবারের Durand Cup-এর কোয়ার্টার ফাইনালে যাওয়ার প্রায় নিশ্চিত করে ফেলল মুম্বই সিটি এফসি। ভারতীয় জলসেনার ফুটবল দলের বিরুদ্ধে শুরু থেকে আগ্রাসী মেজাজে ছিল মায়ানগরীর দল। খাতায় কলমে অবশ্য অনেক এগিয়ে ছিল মুম্বই সিটি। বিদেশি ফুটবলাররাও নেমেছিলেন মাঠে। প্রতিপক্ষকে সহজে পরাজিত করল তারা।

বিরতির আগে ১-০ গোল এগিয়ে গিয়েছিল মুম্বই সিটি এফসি। তাদের আর্জেন্টাইন ফুটবলার পেরেরা ডিয়াজ গোল করে কাঁপিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষের জাল। বিপিনের কাছে থেকে বল পেয়ে গোল করেছেন তিনি। বাকি তিনটি গোল হয়েছে বিরতির পর। যার মধ্যে একটি গোল করেছেন অভিষেক হওয়া এক ফুটবলার। তিনটি গোলই মুম্বইয়ের তরফে।

নেভির বিরুদ্ধে ব্যবধান দ্বিগুণ করেন গ্রেগ স্টুয়ার্ট। চাংতে নিজের ফুটবল স্কিলের পরিচয় দিয়ে ক্রস বাড়িয়ে দিয়েছিলেন স্টুয়ার্টের উদ্দেশ্যে। আগুয়ান বলকে জালে জড়াতে ভুল করেননি তিনি। ম্যাচের তথা মুম্বইয়ের তৃতীয় গোল গুরকিরাত সিংয়ের। গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে ওয়ান টু খেলে নেভির রক্ষণ ভেঙে দিয়ে গোল করেছেন তরুণ এই ফুটবলার। ম্যাচের একেবারে অন্তিম লগ্নে মুম্বই সিটির হয়ে গোল করলেন নাথান রডরিগেজ। ক্লাবের হয়ে প্রথম ম্যাচে নেমেই গোল পেলেন তিনি।