Job Scam: কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় কালীঘাটের কাকুর অস্ত্রোপচার

অবশেষে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর অনুমতি পেলেন নিয়োগ দুর্নীতিতে (Job Scam) ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এ বিষয়ে সুজয়কৃষ্ণের আবদেন মঞ্জুর…

sujay krishna bhadra plays cricket

অবশেষে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর অনুমতি পেলেন নিয়োগ দুর্নীতিতে (Job Scam) ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এ বিষয়ে সুজয়কৃষ্ণের আবদেন মঞ্জুর করেছেন। আগে একাধিকবার অভিষেক ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর আর্জি খারিজ করে দিয়েছিল হাইকোর্ট।

সরকারি এসএসকেএম হাসপাতালেই তার অস্ত্রোপচার করাতে হবে বলে জানিয়ে দিয়েছিল আদালত। আবার, তার অস্ত্রোপচারের জন্য এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল। বুধবার সে বিষয়ে ইডিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।

   

আজ বুধবার ইডির পক্ষ থেকে আদালতে রিপোর্ট দিয়ে জানানো হয়, সুজয়কৃষ্ণ ভদ্রের অস্ত্রোপচার করার প্রয়োজন। যেকোনো জায়গায় অবিলম্বে অস্ত্রোপচার অত্যন্ত জরুরি। হেফাজতে থেকে বা পূর্ণ নিরাপত্তায় কালীঘাটের কাকুর অপরেশন সহ চিকিৎসা করানোর জন্য এদিন আদালতে আবেদন জানায় ইডি।

এরপর বেসরকরি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য সুজয়কৃষ্ণের আবেদন মঞ্জুর করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের নির্দেশ, যেখানে খুশি চিকিৎসা করাতে পারে সুজয়কৃষ্ণ ভদ্র।তবে অপরেশন ও চিকিৎসার সময় কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে জেল কতৃপক্ষকে।

সুজয়কৃষ্ণ ভদ্রের পছন্দ মতো বিএম বিড়লা হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন তিনি। তবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হবে এই অস্ত্রোপচার ও চিকিৎসা, এমনটাই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।