AFC Cup: মোহনবাগানকে চ্যালেঞ্জ জানাতে পারেন দুই ব্রাজিলিয়ান

সব ঠিক থাকলে AFC প্রতিযোগিতায় (AFC Cup) বাংলাদেশের অন্যতম নামকরা দল আবাহনী ঢাকার বিরুদ্ধে মাঠে নামতে হতে হবে মোহন বাগান সুপার জায়ান্টকে।

Bruno Matos and Jonathan Reis

সব ঠিক থাকলে AFC প্রতিযোগিতায় (AFC Cup) বাংলাদেশের অন্যতম নামকরা দল আবাহনী ঢাকার বিরুদ্ধে মাঠে নামতে হতে হবে মোহন বাগান সুপার জায়ান্টকে। তার আগে অবশ্য দুই দলকে পেরোতে হবে হার্ডল। ভারত এবং বাংলাদেশের এই দুই ক্লাবেই রয়েছে একাধিক তারকা বিদেশি ফুটবলার। এরই মধ্যে জানা গিয়েছে, AFC প্রতিযোগিতার আগে আরও দুই বিদেশি ফুটবলারকে নিশ্চিত করেছে আবাহনী ঢাকা।

প্রাপ্ত খবর অনুযায়ী, দুই ব্রাজিলিয়ান ফুটবলারকে চূড়ান্ত করেছে আবাহনী ঢাকা। ব্রুনো মাতোস ও জনাথন রেইস ক্লাবের সঙ্গে যুক্তি হয়েছেন বলে খবর। ব্রুনো মাতোস মিডফিল্ডে খেলেন। সার্বিয়া, ইরান, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার শীর্ষ স্তরের ফুটবল টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে।‌ এএফসি কাপে খেলার অভিজ্ঞতা রয়েছে ৩৩ বছর বয়সী এই ফুটবলারের।

   

ভালো রেকর্ড রয়েছে তার নামের পাশে। গোল করতে এবং করাতে, দুটোই তিনি পারেন। জনাথন রেইস ৩৪ বছর বয়সী ফুটবলার। থাইল্যান্ডের ১ম, ২য় স্তরের পাশাপাশি খেলেছেন কোরিয়ার প্রথম সারির ফুটবল ক্লাবে। এছাড়া ব্রাজিলের ২য় সডিভিশন ও সাইপ্রাসে শীর্ষ ডিভিশন খেলার অভিজ্ঞতা রয়েছে এই উইঙ্গারের।‌

আগামী ১৬ই আগস্ট এএফসি কাপের প্রথম প্লে অফের ম্যাচে মালদ্বীপের ক্লাব ঈগলসের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ঢাকা। এই ম্যাচে জিততে পারলে ক্লাবের পরের ম্যাচ হবে ২২ আগস্ট। ২২ আগস্ট দুই বাংলার দল একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তার আগে ১৬ আগস্ট AFC কাপের প্রথম ম্যাচ খেলবে মোহন বাগান সুপার জায়ান্ট।