Dakshin 24 Pargana: পঞ্চায়েত বোর্ড গঠনের আগে টোটো করে বোমা পাচার, ভগবানপুর যেন ভাঙড়!

ভোট গঠন চলাকালীন বোমা উদ্ধার। দক্ষিণ ২৪ পরগণার (Dakshin 24 Pargana) ঢোলাহাটের ভগবানপুরে পাওয়া গেছে বোমা‌। টোটো করে পাচার হচ্ছিল ওই বোমা। ইতিমধ্যেই আটক টোটো…

তিন সপ্তাহ কেটে গেছে পঞ্চায়েত ভোট। অশান্তি থামেনি এখনও। বীরভূমে (Birbhum) সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের ধল্লা গ্রামে ফের উদ্ধার বোমা ভর্তি ড্রাম।

ভোট গঠন চলাকালীন বোমা উদ্ধার। দক্ষিণ ২৪ পরগণার (Dakshin 24 Pargana) ঢোলাহাটের ভগবানপুরে পাওয়া গেছে বোমা‌। টোটো করে পাচার হচ্ছিল ওই বোমা। ইতিমধ্যেই আটক টোটো চালক, বাজেয়াপ্ত টোটো। বোমা হামলা করে বোর্ড গঠন ভন্ডুল করতে চাইছিল দুষ্কৃতিরা। টোটোর ভিতর বোমা পাচারের সময় বিস্ফোরণ হলে জীবনহানি ঘটতে পারত বলে মনে করছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বোমা।

জানা গিয়েছে জেলার আবাদ ভগবানপুরে পঞ্চায়েত বোর্ড গঠন আছে বুধবার। আর মঙ্গলবার রাতে স্থানীয় একটি টোটোর মধ্যে বোমা পাচার চনছিল। সেই টোটো আটকে দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে ওই টোটো থেকে চার ড্রাম বোমা উদ্ধার করে। বোমা পাচারে জড়িত কামারুজ্জামান নামে এক দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়েছে। পঞ্চায়েত বোর্ড গঠনে অশান্তি ছড়াতে বোমা হামলার ছক ছিল বলে জানিয়েছে পুলিশ।

   

এদিকে জেলার ভাঙড়েও পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে বোমাবাজির আশঙ্কা প্রবল। এখানে তৃণমূল বনাম আইএসএফ ও বাম জোটের সমর্থকরা যে কোনও সময় সংঘর্ষে জড়াতে পারে এই আশঙ্কায় মঙ্গনবার থেকে জারি হয়েছে ১৪৪ ধারা। আগামী ১৩ তারিখ মধ্যরাত পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। বুধবার বোর্ড গঠন।

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্র করে দফায়-দফায় সংঘর্ষে ভাঙড় ছিল রক্তাক্ত। ভাঙড়ের একাধিক জায়গায় শাসক তৃ়নমূল কংগ্রেস বনাম বিরোধী আইএসএফ ও বাম জোটের সমঘর্ষ চলেছে। ভোট ও গণনা পরবর্তী গুলি চালানোর ঘটনায় বেড়েছে মৃতের সংখ্যা। পঞ্চায়েত ভোট পর্বে মোট ৬ জনের মৃত্যু হয় ভাঙড়ে। গুলিবিদ্ধ হন অতিরিক্ত পুলিশ সুপার তাঁর দেহরক্ষী। এরপর বুধবার বোর্ড গঠন ঘিরে আতঙ্কিত ভাঙড়বাসী।

ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী বনাম স্থানীয় টিএমসি পর্যবেক্ষক ও ক্যানিং পশ্চিমের বিধায়ক শওকত মোল্লার রাজনৈতিক জমি দখলের লড়াই চলে ভাঙড়ে। শওকতের সাথে আছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা আরাবুল ইসলাম। দু তরফের এই সংঘর্ষের নেতারা পরস্পরের দিকে হামলার অভিযোগ তুলেছেন