বিনা টিকিটে হাওড়া স্টেশনে? সাবধান! চালান হতে পারেন কোর্টে

বিনা টিকিটে ট্রেন ভ্রমন করেন?তাহলে কিন্তু এখুনি সাবধান হন। হাওড়া স্টেশনে বিনা টিকিটে ধরা পরলে আপনার কপালে জুটবে ঘোর বিপদ। নিত্যযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেল…

howrah station murder rivu biswas , হাওড়া স্টেশনে মহিলাকে ছুরি মেরে খুন! বিবাহ বহির্ভূত সম্পর্কের জের?

বিনা টিকিটে ট্রেন ভ্রমন করেন?তাহলে কিন্তু এখুনি সাবধান হন। হাওড়া স্টেশনে বিনা টিকিটে ধরা পরলে আপনার কপালে জুটবে ঘোর বিপদ। নিত্যযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেল এবার বিশেষ উদ্যোগ নিয়েছে। এব্যাপারে বারবার জনসচেতনতামূলক প্রচার করা হচ্ছে যাতে সবাই বৈধ টিকিট কেটে ট্রেন যাত্রা করেন।

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! বেতনের আগেই স্যালারি অ্যাকাউন্টে ঢুকছে বাড়তি টাকা

   

বিনা টিকিটে যাত্রা রোধ করার উদ্দেশ্যে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের হাওড়া স্টেশনে এক রেলওয়ে ক্যাম্প কোর্টের ব্যবস্থা করে। হাওড়া স্টেশনের সমস্ত গেটেই চিরুনিতল্লাশির মাধ্যমে বিনা টিকিটের যাত্রীদের চিহ্নিত করে স্টেশনের এই কোর্টের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। এক্ষেত্রে মাননীয় বিচারক অপরাধের গুরুত্ব অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেন।ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই হাওড়া স্টেশনের ক্যাম্প কোর্টে ৬১৬ জন বিনা টিকিটের যাত্রীকে পেশ করা হয় এবং এদের কাছ থেকে ২,০৯,১০০ টাকা জরিমানা ও ভাড়াবাবদ সংগৃহিত করা হয়েছে।

এবার অ্যাপেই মিলবে ইনকাম ও ক্যারেক্টার সার্টিফিকেট, পঞ্চায়েত দফতরের বিরাট উদ্যোগ

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, হাওড়া স্টেশনের এই বিশেষ ক্যাম্প কোর্ট পূর্ব রেলওয়ের পরিষেবার অখণ্ডতা বজায় রাখা এবং সমস্ত যাত্রীদের জন্য ন্যায়সঙ্গত ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। এই জাতীয় উদ্যোগগুলি কেবল ন্যায়বিচারের নীতিগুলিকেই সমর্থন করে না বরং যাত্রীদের মধ্যে দায়িত্ববোধকেও উৎসাহিত করে রেলওয়ে পরিচালনার দক্ষতা এবং নির্ভরযোগ্যতা বাড়িয়ে তোলে।