Weather: স্বস্তির দিন শেষ, মঙ্গল থেকে আসছে বিপদ! জেনে নিন হাওয়া অফিসের সতর্কতা

স্বস্তির দিন শেষের মুখে! আবার পারদ বাড়ার ইঙ্গিত দেওয়া হলো হাওয়া অফিসের সূত্রে। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে মঙ্গলবার থেকে আবারও ফুল ফর্মে ব্যাটিং…

weather

স্বস্তির দিন শেষের মুখে! আবার পারদ বাড়ার ইঙ্গিত দেওয়া হলো হাওয়া অফিসের সূত্রে। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে মঙ্গলবার থেকে আবারও ফুল ফর্মে ব্যাটিং করতে তৈরি গরম। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও সে বৃষ্টিতে বিরাট স্বস্তি পাওয়া যাবে এমনটা নয় বলে জানা গিয়েছে। তবে রবিবার সকালে আকাশে রোদ থাকলেও বিকেলের দিকের পর আবহওয়ার পরিস্থিতি বদলানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে মঙ্গলবারের পর সেইরকম বৃষ্টিপাত হবে না বলেই জানা গিয়েছে। ফিরবে ভ্যাপসা গরম।

পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে থাকবে। পরবর্তী তিন দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সেই অনুপাতে বাড়তে পারে তাপমাত্রা। আপেক্ষিক আর্দ্রতার জন্য ভ্যাপা গরম থাকবে।

   

আরও জানা গিয়েছে যে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস সঙ্গে বজ্রবিদ্যুত হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।