চাকরির জগতে সুখবর। কারণ কর্মী নিয়োগ করতে চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষ। সমগ্র রাজ্যের যে কোনও প্রান্তের বাসিন্দারা আবেদন করতে পারবেন এখানে। আবেদনের শেষ তারিখ আগামী 06/06/2024।
নিয়োগকারী সংস্থা
কলকাতা মেট্রো রেল করপোরেশন লিমিটেড
পদের নাম
জেনারেল ম্যানেজার (ইলেকট্রিক্যাল)
যোগ্যতা
সংশ্লিষ্ট ক্ষেত্রে যাদের যোগ্যতা ও দক্ষতা রয়েছে তারা আবেদনের যোগ্য। এই সংক্রান্ত বিশদ জানার জন্য কলকাতা মেট্রোর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
বয়সসীমা
সর্বোচ্চ ৫৫ বছর বয়সী ব্যক্তিরা এখানে আবেদনের যোগ্য। অর্থাৎ যাদের বয়স ৫৫ বছরের মধ্যে তারা অনায়াসে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
এই পদে আবেদনের জন্য অফলাইন পদ্ধতি অবলম্বন করতে হবে। যাবতীয় সব তথ্য দিয়ে প্রথমে তৈরি করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদন পত্র। নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদির উল্লেখ থাকতে হবে এখানে। প্রত্যেকটি নথির সেলফ অ্যাটেস্টেড কপি যুক্ত করতে হবে এর সাথে। এরপরই আবেদন পত্র পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
General Manager (Admin & HR), Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhawan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata- 700021
নির্দিষ্ট ঠিকানায় এই তারিখের মধ্যে আপনাকে পাঠিয়ে দিতে হবে আবেদন পত্র। আবেদন পত্র গৃহীত হলে আপনাদের সাথে যোগাযোগ করে নেওয়া হবে কর্তৃপক্ষের তরফে।