শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় জোড়া রিপোর্ট তলব হাইকোর্টের

আবারও একবার শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে। এই ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। পরীক্ষায় কম নম্বর পাওয়া…

আবারও একবার শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে। এই ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। পরীক্ষায় কম নম্বর পাওয়া সত্ত্বেও নবম-দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগ করা হয়েছে।

নবম দশম শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগে দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইলিয়াস শেখের।
২০১৬ সালে এস এল, এস টিতে নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা। কম নম্বর পাওয়া সত্বেও চাকুরী পাইয়ে দেওয়ার অভিযোগ। আগামী ২৩ শে মার্চ রাজ্যের স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, ২০১৬ সালে রাজ্যের নবম দশম শ্রেণির শিক্ষক শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে স্কুল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু মামলাকারীর অভিযোগ নবম এবং দশম শ্রেণীতে এমন দুজন শিক্ষক নিয়োগ করা হয়েছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা কেউ পরীক্ষায় বসেননি চূড়ান্ত মেধাতালিকায় নাম না থাকা দুজন ব্যক্তি কে কিভাবে রাজ্যে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করেছিল সেই প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন মামলাকারী।

সোমবার সেই মামলার শুনানির পরিপেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন আদালতের কাছে এমন কোনও তথ্য তারা তুলে ধরতে পারিনি যা থেকে প্রমাণিত হয় ওই দুজন শিক্ষক তারা পরীক্ষার মধ্য দিয়েই মেধা তালিকায় ছিলেন। মামলার শুনানি শেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতির স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেন।