বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় নয়া মোড়

ভোট পরবর্তী হিংসায় মামলায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় নয়া মোড়। এবার এই মামলায় নিম্ন আদালতে এখনই চার্জ ফ্রেম করা যাবে না বলে নির্দেশ…

ভোট পরবর্তী হিংসায় মামলায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় নয়া মোড়। এবার এই মামলায় নিম্ন আদালতে এখনই চার্জ ফ্রেম করা যাবে না বলে নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। কিন্তু আদালতের নির্দেশ ওই ঘটনার তদন্ত চালিয়ে যাবে সিবিআই বলে জানিয়েছে আদালত।

ভোট-পরবর্তী হিংসা মামলায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় তদন্ত করছে সিবিআই। কিন্তু সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা। এদিকে

সিবিআই তদন্তের দাবি থাকলেও পরিবারের অভিযোগ গোপন জবানবন্দিতে এবং সিবিআই এর কাছে দেওয়া লিখিত বয়ানে যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিদের নাম বলা হয়েছিল তাঁদের বিরুদ্ধে সিবিআই কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি যে কারণে সিবিআই এর ওপর অনাস্থার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকার এর পরিবার।

মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসে মামলা চলাকালীন মামলাকারীর পক্ষের আইনজীবীরা অভিযোগ যাদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের প্রভাবশালী নেতাদের নাম উল্লেখ করলেও সিবিআই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেলে সেই সমস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে সিবিআই আর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। তাই অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে আদালতের নির্দেশ দিন প্রভাবশালী কাঁকুড়গাছি তৃণমূল নেতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার।

পাশাপাশি বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় অভিযুক্ত সুফল বোস (ওরফে রানা) জামিন খারিজ করল বিচারপতি দেবাংশু বসাক ও জাস্টিস বিভাস রঞ্জন দে ডিভিশন বেঞ্চ।