Heavy Rainfall: পুজোর আগেই শনি-রবি শহরে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস

পুজোর মরসুমে এবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টি নিয়ে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার গভীর রাতে যখন গোটা শহর ঘুমের দেশে তখন বজ্রবিদ্যুৎ সহ…

পুজোর মরসুমে এবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টি নিয়ে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার গভীর রাতে যখন গোটা শহর ঘুমের দেশে তখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামে কলকাতায়। জানা যাচ্ছে, বেশ কয়েকটা জেলাতেও এই বৃষ্টি হয়েছে। এখনই রেহাই নয়, শনি ও রবিবার শহরে ভারী বর্ষণের (Heavy Rainfall) পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া দফতর। 

বিগত কয়েকদিন ধরেই তীব্র তাপদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। একাধিক জেলা জলমগ্ন। শুধু তাই নয়, তিস্তায় লাল সতর্কতা জারি করা হয়েছিল হাওয়া অফিস থেকে।

এদিকে আপনিও যদি পুজোর যদি কেনাকাটার পরিকল্পনা করে নিয়ে থাকেন তাহলে হয়তো আপনার প্ল্যান ভেস্তে যেতে পারে। কারণ সপ্তাহান্তেই বৃষ্টি হবে শহরজুড়ে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা না কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে কিছুটা মুক্তি মিলবে ।