অবিলম্বে নিয়োগের দাবিতে বিশাল মিছিল চাকরি প্রার্থীদের

চাকরির জন্য যোগ্য প্রার্থী অথচ মেলেনি চাকরি। আজ ৮৬৬ দিন ধরে যোগ্য প্রার্থীরা চাকরি না পাওয়ায় গান্ধী মূর্তির পাদদেশে বসে করছে আন্দোলন। এবার সুপারনিউমেরিক পোস্টে…

চাকরির জন্য যোগ্য প্রার্থী অথচ মেলেনি চাকরি। আজ ৮৬৬ দিন ধরে যোগ্য প্রার্থীরা চাকরি না পাওয়ায় গান্ধী মূর্তির পাদদেশে বসে করছে আন্দোলন। এবার সুপারনিউমেরিক পোস্টে অবিলম্বে যোগ্য বঞ্চিতদের নিয়োগের দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা। সুবোধ মল্লিক স্কয়ার থেকে শহীদ মিনার পর্যন্ত। নবম -দ্বাদশ কর্মশিক্ষা শরীর শিক্ষা Group সি ও ডি র চাকরিপ্রার্থীদের মিছিল।

গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থী যারা রয়েছেন তাদের পাশাপাশি আজ রাস্তায় নেমেছেন নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার বঞ্চিত চাকরি প্রার্থীরা। তারা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহীদ মিনার পর্যন্ত এক বিশাল মিছিলের আয়োজন করেছে।

তাদের একটাই দাবি যে, সুপার নিউমেরিক পোস্টে তৈরি করে যেন অবিলম্বে নিয়োগ করা হয়। তারা হাতে ব্যানার নিয়ে। সঙ্গে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ টেনে এনে একটি বস্তায় নিয়োগ দুর্নীতির টাকা লিখে ধিক্কার জানাচ্ছেন।

প্রসঙ্গত, গত বছর নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত বিষয় পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকেই ইডি ও সিবিআইয়ের হাতের গ্রেফতার হয়েছেন। এর সঙ্গেই রাতারতি এক একজনের বাড়ি ফ্ল্যাট থেকে কোটি কোটি কালো টাকা উদ্ধার হয়েছে। এই সবই শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা বলে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সির তরফে।

আজ ৮৬৬ দিন যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি না পাওয়ায় রাস্তায় বসে আন্দোলন করছে। এই দীর্ঘ আন্দোলনের পরেও তারা এখনও পর্যন্ত জয়েনিং লেটার পায়নি। তাই তারা চাইছেন সুপার নিউমেরিক পোস্ট গঠন করে যোগ্য ও বঞ্চিত প্রার্থী যারা রয়েছেন তাদের যেন চাকরি দেওয়া হয়।

আন্দোলনকারী এক চাকরি প্রার্থী জানিয়েছেন, ” সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ইচ্ছে করে ডেটের পর ডেট দিয়ে হেয়ারিং করাচ্ছেনা। আমরা দিনের পর দিন বাড়িতে যেতে পারছি না রাস্তায় পড়ে আছি। আমরা যতদিন না নিয়োগ পাচ্ছি ততদিন আন্দোলন চলবে। আমাদের হকের চাকরি নিয়েই আমরা গান্ধী মূর্তির পাদদেশ থেকে উঠবো”।