শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রীর গ্রিভ্যান্স সেল

গতকাল শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন আজ অর্থাৎ শুক্রবার দুপুরে তিনি ফের প্রেস কনফারেন্সে বসবেন। এবং মুখ্যমন্ত্রীর বিভিন্ন দুর্নীতি নিয়ে তথ্য দেবেন। সেই মতো আজ…

গতকাল শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন আজ অর্থাৎ শুক্রবার দুপুরে তিনি ফের প্রেস কনফারেন্সে বসবেন। এবং মুখ্যমন্ত্রীর বিভিন্ন দুর্নীতি নিয়ে তথ্য দেবেন। সেই মতো আজ তিনি প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রীকে একের পর এক নিশানা করতে থাকেন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি দফতর তার নিজের যে স্টেট গভমেন্ট আন্ডারটেকিং (STU) রয়েছে ওয়েবেল। সেই ওয়েবেলকে RFP বানানোর জন্য দায়িত্ব দেয়। এবং তারা RFP বানায়। এই RFP অনুযায়ী অনলাইন টেন্ডার হয়। প্রসেস ইনিশিয়ালি খুব ট্রান্সপারেন্ট এবং ফেয়ার ছিল। সেখানে দিল্লির একটি কোম্পানি সহ টেকনিক্যাল এবং ফাইনান্সিয়াল বিটে অনেকে পার্টিসিপেট করে। এর পরে এস পার লঞ্চ এবং ফাইনান্সিয়াল গাইডলাইন এল ওয়ান একটি দিল্লির কোম্পানি হয়। তথ্যপ্রযুক্তি দফতরের আধিকারিকরা এবং ওয়েবেলের লোকেরা তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সও করে ফেলে। তাদের ওয়ার্ক অর্ডার দেওয়ার প্রস্তুতিও নিয়ে ফেলে। এবার এই বিরোধটা বাঁধে। যেহেতু পছন্দের লোক হয়নি তাই আইপ্যাককে দেওয়ার ইচ্ছা ছিল। তারা মিথ্যে কথা ছড়ানো ভোট লুট থেকে শুরু করে ডিএম, বিডিওদের সঙ্গে মিলেমিশে দুর্নীতি করে আসছে বিধানসভার নির্বাচন থেকে।

মুখ্যমন্ত্রীর অনুমোদিত ফাইল না হলে এত বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গোপালিকা জীর নেই তিনি হয়তো প্রপোজ করে থাকতে পারেন। আর আমিও কিছু দিন মন্ত্রী থাকার সুবাদে জানি, টেন্ডার কমিটিতে মন্ত্রীরা থাকেন না। কিন্তু ওয়েবেলের কাছ থেকে এটা তথ্যপ্রযুক্তির দফতর। তার কাছ থেকে এটা হোম ডিপার্টমেন্ট নেবে। এর একটা পলিসি মিটিং ডিসিশন হয় এবং এতে, সংশ্লিষ্ট দফতরের বিভাগীয় মন্ত্রীর অবশ্যই অনুমোদন লাগে।