ED Raid: খাদ্যমন্ত্রীর ঘরে ইডি হানা, রাজ্যপাল বললেন ওহ তাই নাকি!

উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার সকালেই সেখানে পৌঁছেছেন তিনি। এ দিকে রাজ্যপাল যখন উত্তরের জেলায়, তখন দক্ষিণবঙ্গে…

উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার সকালেই সেখানে পৌঁছেছেন তিনি। এ দিকে রাজ্যপাল যখন উত্তরের জেলায়, তখন দক্ষিণবঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন সেন সহ একাধিক পুরসভার চেয়ারম্যানের প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে চলছে ইডি-র তল্লাশি। রাজ্যের বিভিন্ন ইস্যুতে বরাবরই সক্রিয় হতে দেখা যায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। বরাবর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ইডি-র তল্লাশি নিয়ে তিনি বলেছেন, আজ যে খাদ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চলছে তা জানতেন না। সি ভি আনন্দ বোস বলেন, “ওহ তাই নাকি। এটা আমিও আপনাদের থেকে জানলাম।”

প্রসঙ্গত, আজ সাত সকালে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি আধিকারিকরা হানা দেয়। তার মাইকেল নগরের বাড়িতে পৌঁছে গেছে ইডি-র বিশেষ তদন্তকারী দল। পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে চলছে তল্লাশি অভিযান। জানা যাচ্ছে, মন্ত্রীর বাড়ি সহ ১৩ জায়গায় চলছে তল্লাশি। পুর নিয়োগ তদন্তে গ্রেফতার হওয়া অয়ন শীলের বয়ানে প্রথম নাম উঠে আসে মন্ত্রীর বলে দাবি ইডির।

মধ্যমগ্রাম সরগরম। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মাইকেল নগরের বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এর পর আসেন ইডি অফিসাররা। তারা মন্ত্রীর বাড়িতে ঢুকে শুরু করেন তল্লাশি।মন্ত্রীর ঘরে ইডি ঢুকেছে খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতারা দ্রুত যোগাযোগ করেন উত্তর ২৪ পরগনা জেলার নেতৃত্বের সাথে। ইডি অভিযানের কথা দলীয় সূত্রে পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রথীন ঘোষ মধ্যমগ্রাম পুরসভা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। তিনি ২০১১ সালে মধ্যমগ্রাম থেকে বিধায়ক হন। অভিযোগ, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে। মধ্যমগ্রাম পুরসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এই নিয়োগ দুর্নীতিতে রথীন ঘোষ জড়িত বলে অভিযোগ। অভিষেকের রাজভবন অভিযানের দিন খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডি হানায় সকাল থেকে সরগরম রাজ্য। ইডি সূত্রে খবর বেআইনি নিয়োগ প্রক্রিয়ায় জড়িত অয়ন শীলের সংস্থায় তল্লাশির পরে মন্ত্রী রথীন ঘোষের নাম এসেছে।