Carles Cuadrat: রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফুঁসছেন কুয়াদ্রাত, কী বললেন তিনি

গতকাল, বুধবার বেঙ্গালুরু এফসির বিপক্ষে ১ গোলের ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পরাজিত হতে হয় কার্লোস কুয়াদ্রাতের (Carles Cuadrat) লাল-হলুদ দলকে। নাওরেম মহেশের অনবদ্য গোল…

Carles Cuadrat

গতকাল, বুধবার বেঙ্গালুরু এফসির বিপক্ষে ১ গোলের ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পরাজিত হতে হয় কার্লোস কুয়াদ্রাতের (Carles Cuadrat) লাল-হলুদ দলকে। নাওরেম মহেশের অনবদ্য গোল সকলের দৃষ্টি আকর্ষণ করলেও তার ঠিক কিছুক্ষণ পরেই পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান সুনীল ছেত্রী। রেফারির সেই সিদ্ধান্ত নিয়েই দেখা দিয়েছিল যত বিতর্ক। প্রথমার্ধে ফলাফল সমান থাকলেও দ্বিতীয়ার্ধে জাভির গোলে জয় সুনিশ্চিত করে বেঙ্গালুরু। যারফলে, কান্তিরাভা থেকে খালি হাতেই ফিরতে হয় লাল-হলুদ ব্রিগেড। যা দেখে হতাশ আপামর ইস্টবেঙ্গল জনতা।

East Bengal Against Bengaluru FC

   

পরবর্তীতে সাংবাদিক বৈঠকে এসে রেফারিং নিয়ে ক্ষোভ উগড়ে দেন কুয়াদ্রাত। তিনি বলেন, আমার ভালো লাগছে যে আমরা আজ সমস্ত দিক থেকেই আধিপত্য বিস্তার করতে পেরেছি। গোলমুখী শটের সংখ্যা ও আমাদের অনেক বেশি ছিল। পরবর্তীতে সেই সংখ্যা আরও বাড়াতে হবে। পাশাপাশি দলের ছেলেদের পাশে দাঁড়িয়ে তিনি লাল-হলুদ কোচ বলেন, দলের ছেলেদের আমি দোষ দেব না। সকলকেই বুঝতে হবে যে ফুটবল এরকমই একটা খেলা। তাছাড়া বেঙ্গালুরুর পক্ষে থাকা পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমাদের একটা নিশ্চিত পেনাল্টি বাতিল করা হয়েছে। নাহলে অন্যরকম হতেই পারত ম্যাচের ফলাফল।

পাশাপাশি তিনি আরও বলেন, ফুটবলে গোলের সুযোগ তৈরি করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রতি ম্যাচেই তা করে আসছি। এভাবেই সুযোগ তৈরি করতে থাকলে। গোল ঠিকই আসবে। পাশাপাশি দলের ছেলেরা যা গোটা সিস্টেম বুঝতে পারছে তা দেখে আমি খুশি। অর্থাৎ কালকের পরাজয়ের ক্ষেত্রে নন্দকুমার-খাবরাদের গোল মিস করার কথা তুলে ধরলেও জঘন্য রেফারিংকেই দায়ী করছেন এই স্প্যানিশ কোচ।