Valentine’s Day: উপহার হোক সোনার, ভালোবাসার সপ্তাহে দাম কমছে হলুদ ধাতুর

কলকাতা: ৭ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার থেকে শুরু হচ্ছে ভালোবাসার সপ্তাহ৷ চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত৷ এই সাত দিন প্রেমিক-প্রেমিকা একে অপরকে বিশেষ বিশেষ উপহার দিয়ে থাকেন৷…

কলকাতা: ৭ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার থেকে শুরু হচ্ছে ভালোবাসার সপ্তাহ৷ চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত৷ এই সাত দিন প্রেমিক-প্রেমিকা একে অপরকে বিশেষ বিশেষ উপহার দিয়ে থাকেন৷ তবে এবার চাইলে ভালোবাসার মানুষকে দিতে পারেন সোনার উপহার৷ কারণ হলুদ ধাতুর দাম নিম্নমুখী৷

একদিকে যেমন Valentine’s Day সপ্তাহ৷ অন্যদিকে এখন বিয়ের মরশুমও৷ আর এই মরশুমে ফের দাম কমল সোনার৷ তাই আর দেরি না করে প্রিয়জনের জন্য কিনে ফেলুন পছন্দের গয়না৷ তবে তার আগে জেনে নিন মঙ্গলবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি কলকাতায় সোনা, রুপোর গয়নার কী দাম রয়েছে৷

২৪ ক্যারেট সোনা: কলকাতায় ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৬৩ হাজার ২২০ টাকা৷ সোমবার দাম ছিল ৬৩ হাজার ৩৮০ টাকা৷ এদিন ২৪ ক্যারেট সোনার দর ১৬০ টাকা কমেছে৷

২২ ক্যারেট সোনা: এদিন ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫৭ হাজার ৯৫০ টাকা৷ সোমবার দাম ছিল ৫৮ হাজার ১০০ টাকা৷ অর্থাৎ ১৫০ টাকা দাম কমেছে৷

১৮ ক্যারেট সোনা: এদিন ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দর ৪৭ হাজার ৪১০ টাকা৷ সোমবার দাম ছিল ৪৭ হাজার ৫৪০ টাকা৷ এদিন ১৩০ টাকা দাম কমেছে৷

রুপোর দাম: সোনার মতো রুপোর গয়নার দামও নিম্নমুখী৷ এদিন রুপোর দাম ৩০ টাকা কমেছে৷ ফলে আজ শহরে ১০০ গ্রাম রুপোর দাম ৭ হাজার ৫২০ টাকা৷ সোমবার রুপোর দাম ছিল ৭ হাজার ৫৫০ টাকা৷