বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রূপান্তরকামীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা

নয়াদিল্লি: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ বাসে উঠলে আর টিকিট লাগবে না রূপান্তরকামীদের৷ রূপান্তরকামীদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার খবরটি জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী৷ সেই সঙ্গে এই প্রকল্পটি…

নয়াদিল্লি: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ বাসে উঠলে আর টিকিট লাগবে না রূপান্তরকামীদের৷ রূপান্তরকামীদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার খবরটি জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী৷ সেই সঙ্গে এই প্রকল্পটি যত তাড়াতাড়ি সম্ভব চালু করার কথা জানিয়েছেন তিনি৷ খবরটি প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছেন রূপান্তরকামীরা৷

ইতিমধ্যে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ আর এবার রূপান্তরকামীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি৷ দিল্লি পরিবহণ নিগমের বাসেই বিনা টিকিটে সফর করতে পারবেন তাঁরা৷ এমনটাই জানিয়েছে মুখ্যমন্ত্রী৷

   

মুখ্যমন্ত্রীর বলেন, ‘‘আমাদের সমাজে এখনও তৃতীয় লিঙ্গের মানুষরা হেনস্থার শিকার হয়৷ যা তাঁদের কাম্য নয়৷ আর পাঁচটা মানুষের মতো তাঁদেরও সমান মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে৷ তাই বিনামূল্যে বাস পরিষেবার বিলটি শীঘ্রই মন্ত্রিসভায় পাশ করা হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রকল্পটি চালু করা হবে৷’’

সম্প্রতি দিল্লি সরকারের নারী ও শিশু উন্নয়ন বিভাগ রূপান্তরকামীদের জন্য বিভিন্ন পদক্ষেপ করার অনুমোদন দিয়েছে৷ যার মধ্যে চাকরির আবেদনপত্রে ‘তৃতীয় লিঙ্গ’ বিভাগ যোগ করার প্রস্তাব রয়েছে৷ এটির যাতে অপব্যবহার না হয় তার জন্য একটি মনিটরিং সেলও করা হয়েছে৷ লোকসভা ভোটের আগে রূপান্তরকামীদের জন্য কেজরিওয়াল সরকারের এই সমস্ত পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷