East West Metro: অসুস্থ বুদ্ধবাবুকে কেই বা ডাকে! ইস্ট ওয়েস্ট মেট্রো উদ্বোধনে মমতা-বিজেপি দড়ি টানাটানি

সরকার বদলে গেছে, সিপিআইএম শূন্য হয়ে গেছে। তবে বদলায়নি নথি। বহু প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro) প্রকল্পের আনুষঙ্গিক উদ্বোধন নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার ও…

সরকার বদলে গেছে, সিপিআইএম শূন্য হয়ে গেছে। তবে বদলায়নি নথি। বহু প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro) প্রকল্পের আনুষঙ্গিক উদ্বোধন নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার ও বিরোধী দল বিজেপির মধ্যে চলছে তীব্র দ্বৈরথ। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ নিয়ে গড়িমসি দেখানোর অভিযোগ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। অনুষ্ঠান এড়িয়ে মুখ্যমন্ত্রী পাহাড় সফরে। প্রকল্পটির আংশিক উদ্বোধনে থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

আমন্ত্রণ পত্র নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির এই রাজনৈতিক দড়ি টানাটানির মধ্যে পুরোপুরি ব্রাত্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অথচ রেল নথি বলছে, এই প্রকল্পের শুরু হয়েছিল গত বামফ্রন্ট জমানায়। বুদ্ধদেব ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী।

ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনের আগে সিপিআইএম প্রাক্তন রাজ্য সম্পাদক ও মন্ত্রী সূর্যকান্ত মিশ্র টুইটে লিখেছেন, “ইস্ট ওয়েস্ট মেট্রো রেল প্রকল্প। শিলান্যাস ২২ ফেব্রুয়ারি,২০০৯।ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ও প্রণব মুখার্জি।আট বছর আগে শেষ হওয়ার কথা।বাগড়া দিলেন আগেকার রেল মন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী।এখন তার “আংশিক” উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী।নিজের নাক কেটে বাংলার যাত্রাভঙ্গ।”

এদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের একটি ছবি। তাতে দেখা যাচ্ছে তিনি ও ততকালীন ইউপিএ সরকারের কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে। তবে তৃণমূল কংগ্রেসের দাবি, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্পের জট খুলেছিল। আর বিজেপির দাবি এই প্রকল্প তারা না থাকলে সম্পূর্ণ হত না। দাবি পাল্টা দাবিতে সরগরম রাজনৈতিক মহল।

পাম অ্যাভিনিউয়ের ছোট্ট ফ্ল্যাটে অসুুস্থ বুদ্ধদেববাবু কি সৌজন্য আমন্ত্রণ পেয়েছেন? সোশ্শাল মিডিয়াতে উঠছে প্রশ্ন।

ইস্ট-ওয়েস্ট মেট্রো শাখার শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে সল্টলেক যাত্রার অনুমতি মিলবে ১৪ জুলাই বৃহস্পতিবার থেকে। সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত মেট্রো চলবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।এই শাখায় ১০০টি মেট্রো চলবে। রবিবার বন্ধ থাকবে।