Mamata Banerjee: মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েত ভোটে নিহতদের পরিবারে চাকরির সিন্ধান্ত

পঞ্চায়েত ভোটে অশান্তিতে নিহতদের পরিবারকে চাকরি রাজ্য মন্ত্রীসভার বৈঠকে সীদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১৯ জন নিহতের পরিবারকে চাকরি দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

Mamata banerjee reaction on DA

পঞ্চায়েত ভোটে অশান্তিতে নিহতদের পরিবারকে চাকরি রাজ্য মন্ত্রীসভার বৈঠকে সীদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১৯ জন নিহতের পরিবারকে চাকরি দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে শিলমোহর নবান্নের। পঞ্চায়েত ভোটে অশান্তিতে নিহতদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণার শিলমোহর পড়ল রাজ্য মন্ত্রীসভার বৈঠকে শুক্রবার।

পঞ্চায়েত ভোটের হিংসাতে ১৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে যারা মারা গিয়েছেন তাদের পরিবারের একজন করে চাকরি দেওয়া হবে। এরপর আজ ১৭ নভেম্বর ক্যাবিনেট বৈঠকে সেই বিষয়টিকে শিলমোহর দেওয়া হয়েছে।

অর্থাৎ ১৯ জন যে মারা গিয়েছেন তাদের পরিবারের একজন করে চাকরি পাবেন। সেই ব্যাপারেই চূড়ান্ত সীদ্ধান্ত নেওয়া হল আজকে ক্যাবিনেট বৈঠকে। এরপর চাকরির যে সব প্রক্রিয়া করা হয়, সেগুলো নিয়ম অনুযায়ী শুরু হবে। তারপরেই পরিবারের লোকজনদের যা যা যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতা অনুযায়ী তাদেরকে চাকরি দেওয়া হবে বলে জানা গিয়েছে।