৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের চূড়ান্ত রায়ের অপেক্ষা

বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। পরে সেই নির্দেশ সংশোধন করে হাইকোর্ট জানায়, ৩৬ হাজার নয়, চাকরি বাতিল হচ্ছে ৩২…

বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। পরে সেই নির্দেশ সংশোধন করে হাইকোর্ট জানায়, ৩৬ হাজার নয়, চাকরি বাতিল হচ্ছে ৩২ হাজার শিক্ষকের।

সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সেই মামলায় চূড়ান্ত রায় দেবে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

আগের দিন শুনানি শেষে রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ। জানানো হয়, শুক্রবার রায় ঘোষণা হবে। ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের বিষয়ে রায় দেবে ডিভিশন বেঞ্চ।

বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এত শিক্ষকের চাকরি যাওয়া অনেকেই ভালো চোখে দেখছে না ।

প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে ৪২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ করে পর্ষদ। সিঙ্গল বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে, আগামী তিন মাসের মধ্যে এই ৩২ হাজার শূন্যপদে নতুন নিয়োগ করতে হবে।

ডিভিশন বেঞ্চে পর্ষদ, চাকরি হারানোদের আইনজীবী সবাই বলেছেন, বিচারপতি সঙ্গোপাধ্যায়ের রায় পক্ষপাতদুষ্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাকরি হারাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন।