Election commission: ভোটের মধ্যেই দুই থানার ওসিকে সরিয়ে দেওয়ার নির্দেশ কমিশনের

ভোটের মুখে সরিয়ে দেওয়া হলো দুই থানার ওসিকে। নাম চাওয়া হলো দুই নতুন ওসির। কমিশন সূত্রে খবর কলকাতার আনন্দপুর থানা এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড…

dimond harbour and anadpur

ভোটের মুখে সরিয়ে দেওয়া হলো দুই থানার ওসিকে। নাম চাওয়া হলো দুই নতুন ওসির। কমিশন সূত্রে খবর কলকাতার আনন্দপুর থানা এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার ওসিকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। ওই দুই পুলিশ আধিকারিককে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, এমন কোনও দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তাঁদের জায়গায় ওসি হতে পারেন এমন দুই নাম রাজ্যের কাছে চেয়ে পাঠানো হয়েছে।

Advertisements

তবে ভোটের মুখে কেন ওই দুই অফিসারকে সরানো হলো, সেই নিয়ে কমিশন বিশেষভাবে কিছু জানায়নি। তবে রাজনৈতিক মহলের বক্তব্য কিছুদিন আগে বিজেপি ডায়মন্ডহারবারের ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছিল। তারপরেই এই অপসারণ! বিরোধীরা মনে করছে তাঁদের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। ম্প্রতি কসবা বিধানসভা এলাকার আনন্দপুরে বিজেপির এক মহিলা মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে। তারপরেই আনন্দপুর থানার ওসিকে সরানোর নির্দেশ!

বিজ্ঞাপন

রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ। কমিশনের তরফে বলা হয়েছে, ওসি পদে তিনটি সম্ভাব্য নাম কমিশনের আঞ্চলিক দফতরের সিইওকে জমা দিতে হবে। অর্থাৎ প্রতিটি পদের জন্য তিনজনের নাম অর্থাৎ দুটি থানার জন্য মোট ৬টি নাম জমা দিতে বলা হয়েছে।