Drugs Seized: লোকসভা ভোটের মধ্যেই কোটি কোটি টাকার মাদক উদ্ধার

দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই দু’দফার ভোট সম্পন্ন হয়েছে। আগামী ৭ তারিখ তৃতীয় দফার নির্বাচন। তার আগে উদ্ধার হল কোটি কোটি টাকার মাদক (Drugs Seized)।…

drugs

দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই দু’দফার ভোট সম্পন্ন হয়েছে। আগামী ৭ তারিখ তৃতীয় দফার নির্বাচন। তার আগে উদ্ধার হল কোটি কোটি টাকার মাদক (Drugs Seized)। আন্তঃরাজ্য পাচার চক্রেরও হদিশ মিলেছে।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুম্বই শাখা শহর থেকে পরিচালিত একটি আন্তঃরাজ্য মাদক সিন্ডিকেটের পর্দাফাঁস করেছে। ৫০০ গ্রাম মেফেড্রোন বাজেয়াপ্ত করেছে তারা। গ্রেফতার করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে।

   

মুম্বইয়ের একটি গ্যাং মেফেড্রোন পাচারে সক্রিয়ভাবে জড়িত বলে খবর পায় এনসিবি। পরবর্তীকালে গোয়েন্দা নেটওয়ার্কগুলিকে সতর্ক করে তারা। গ্যাং সম্পর্কে আরও তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। সেই তথ্যের ভিত্তিতেই অভিযানে নামে এনসিবি। 

এনসিবি জানতে পেরেছে, এলজি খান নামে এক ব্যক্তিকে মেফেড্রোনের একটি প্যাকেট পাচারের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সূত্রে ট্রেনে ভ্রমণ করতে হয়েছিল তাকে। গোয়েন্দা সূত্রে খবর, বোরিভালি রেল স্টেশন থেকে মাদক নিয়ে আসার কথা ছিল এলজি খানের।

স্টেশনে পৌঁছে এলজি খানকে আটক করে এনসিবির সদস্যরা। ধৃতের কাছ থেকে ৫০০ গ্রাম মেফেড্রোন উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে এলজি খান মুম্বইয়ের মাহিম এলাকায় লুকিয়ে থাকা তার হ্যান্ডলার ইউইউ খান সম্পর্কে তথ্য ফাঁস করে।

এরপর ইউইউ খানকে তার বাড়ি থেকে আটক করে হেফাজতে নেওয়া হয়। ইউইউ খানের বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে। আপাতত সে জামিনে ছিল। পুলিশ ও তদন্তকারী সংস্থাকে এড়াতে সে মাহিম এলাকায় লুকিয়ে ছিল।