hiran chatterjee:হিরণ চট্টোপাধ্যায়কে শোকজ কমিশনের

হিরণ চট্টোপাধ্যায়কে শোক্জ জারি করলো কমিশন। কারণ মঙ্গলবার সকালে ডেবরা ট্যাবাগেরিয়াতে গিয়েছিলেন হিরন্ময় চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বেশ কিছু অভাব-অভিযোগের কথা শুনছিলেন…

hiran chatterjee

হিরণ চট্টোপাধ্যায়কে শোক্জ জারি করলো কমিশন। কারণ মঙ্গলবার সকালে ডেবরা ট্যাবাগেরিয়াতে গিয়েছিলেন হিরন্ময় চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বেশ কিছু অভাব-অভিযোগের কথা শুনছিলেন তিনি। এরপর সন্ধ্যার পরে দেখা গেল হিরণ পৌঁছান বিডিও অফিসে। সেখানে গিয়ে বিডিওর সঙ্গে দেখা করেন তিনি। বিডিও অফিসে পায়ের উপর পা তুলে রীতিমত হুমকি দেন বিডিওকে।

কার্যত বিডিও অফিসের ভিতরে ঢুকে হিরণ বলেন,”আগামী দু’মাস লাঠি ঝাঁটা নিয়ে গ্রাম পাহাড়া দিন। গ্রামে কোনওপুলিশ প্রশাসনের লোকজনকে ঢুকতে দেবেন না । আগামী দু’মাস সবকিছু আটকে রাখুন ভোটে জেতার পরে যা ব্যবস্থা নেওয়ার নেব।” তিনি আরও বলেন, “অবৈধ কাজগুলি বিডিও, এসডিও-রা প্ররোচনা দিচ্ছে। কারণ তাঁদের দীপক অধিকারীকে ৩০ শতাংশ কাটমানি দিতে হয়। হিরনের এই ভঙ্গিমা সাধারণ মানুষ খুব ভালো চোখে দেখছেন না।