নিউজ ডেস্ক: করোনাকালের মসিহায় পরিণত হয়েছেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। যে কোনও সমস্যা নিয়ে তাঁর কাছে পৌঁছলেই সাহায্য করেছেন অভিনেতা। নেটিজেনদের অনেকেরই দাবি, দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত সোনু সুদের। গত তিনদিন ধরে তাঁরই অফিস এবং বাড়িতে তল্লাশি চালিয়েছে আয়কর দফতরের আধিকারিকরা। তারপরেই শনিবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে আয়কর দফতর জানিয়েছে ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন অভিনেতা ও তাঁর সহকর্মীরা।
আরও পড়ুন অন্যান্য তারকাদেরও সোনুর মত হওয়া উচিৎ: ফারহা খান
আয়কর দফতরের দাবি, সোনু সুদের এনজিও-র তরফে বিদেশে থেকে প্রায় ২.১ কোটি টাকা অনুদান হিসাবে তোলা হয়েছে বিভিন্ন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে, যা সরাসরি যা ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্টের সরাসরি লঙ্ঘন। আয়কর আধিকারিকদের সেই তল্লাশি অভিযান নিয়ে অবশেষে মুখ খুললেন সোনু সুদ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “সমস্ত দেশবাসীর আশীর্বাদ সঙ্গে থাকলে কঠিন পথে হাঁটাও সহজ হয়ে যায়।”
“सख्त राहों में भी आसान सफर लगता है,
हर हिंदुस्तानी की दुआओं का असर लगता है” 💕 pic.twitter.com/0HRhnpf0sY— sonu sood (@SonuSood) September 20, 2021
সোনু লিখেছেন, “তোমার নিজের গল্প সব সময় মুখে বলার প্রয়োজন পড়ে না। কারণ সময় সেটা বলে দেয়। আমি সমস্ত শক্তি এবং হৃদয় দিয়ে দেশবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। আমার ফাউন্ডেশনের সমস্ত অর্থ আর্তের সাহায্যের জন্য খরচ হয়েছে। অনেক ব্র্যান্ডকেও আমি অনুরোধ করেছি আমার এনডোর্সমেন্ট ফি যেন মানবতার কাজে লাগানো হয়। সাহায্যের হাত যেন বন্ধ না হয়।” এছাড়াও ঞ্জানিয়েছেন, কিছু অতিথি আসায় গত চারদিন ব্যস্ত ছিলেন, এবার আবার ফিরছেন জনসভার কাজে। যদিও ‘অতিথি’ বলতে আয়কর বিভাগের আধিকারিকদের বুঝিয়েছেন কিনা, তা নিয়েও শুরু হয়েছে তরজা।
আরও পড়ুন রাজনীতিতে পা রেখেই পুর-প্রার্থী হচ্ছেন ‘করোনা-হিরো’ সোনু সুদ
প্রসঙ্গত, গত মাসের শেষেই অরবিন্দ কেজরিওয়াল সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছিলেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা। দিল্লি সরকারের পক্ষ থেকে তাঁকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। অন্যদিকে কংগ্রেস বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশন (বিএমসি) নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। জাতীয় এবং মহারাষ্ট্রের রাজনীতিতে নিজেদের হারানো জায়গা ফিরে পেতে বিশেষ কৌশল নিয়েছে কংগ্রেস। দল রাজ্যের হাইকমান্ডকে পরামর্শ দিয়েছে যে নির্বাচনের আগে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করতে হবে। শুধু তাই নয়, অভিনেতা রিতেশ দেশমুখ, মিলিন্দ সোমন এবং করোনা সময়কালে মানুষকে সাহায্য করার জন্য মন জয় করা অভিনেতা সোনু সুদের নামও মেয়রের জন্য বিবেচনা করা হবে।
ফলে, অনেকেই বলছিলেন অন্যান্য রাজনৈতিক দলের ঘনিষ্ঠ হওয়াতেই সোনুর ওপর এই চাপ দিচ্ছে দেশের শাসকদল। যদিও সে কথা অস্বীকার করা হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে।