Bratya Basu: বাম আমলের দুর্নীতির ঝাঁপি খুলতে চান ব্রাত্য

বাম আমলের দিকে আঙুল তুলছেন তৃণমূলের নেতারা। বার বার উঠে এসেছে চিরকুটে চাকরির প্রসঙ্গ। সেই চিরকুটে চাকরি প্রসঙ্গে শ্বেতপত্র প্রকাশ করবেন। এমনটাই জানিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

Bratya Basu

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি (Bengal SSC Scam) নিয়ে শাসক দলের নেতাদের ক্রমাগত নাম জড়াচ্ছে। রোজই গ্রেফতার করছে ইডি ও সিবিআই। পাল্টা তোপ দাগতে গিয়ে বাম আমলের দিকে আঙুল তুলছেন তৃণমূলের নেতারা। বার বার উঠে এসেছে চিরকুটে চাকরির প্রসঙ্গ। সেই চিরকুটে চাকরি প্রসঙ্গে শ্বেতপত্র প্রকাশ করবেন। এমনটাই জানিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

তিনি জানিয়েছেন, আমাদের শিক্ষা সেল এবং কাউন্সিলরদের বলেছি, ১৯৯৭ সাল, যখন থেকে এসএসসি শুরু হয়েছে, সেই সময় একটি নির্দিষ্ট দলের ‘সর্ব ক্ষণের কর্মীদের’ মধ্যে কারা কারা চাকরি পেয়েছেন, তার একটা তালিকা তৈরি করতে। তার শ্বেতপত্র আমরা প্রকাশ করব৷ অর্থাৎ, বাম আমলে যে দুর্নীতির অভিযোগ তৃণমূলের তরফে তোলা হচ্ছে। সেটাই প্রকাশ করতে চলেছেন তিনি।

শুধুমাত্র শিক্ষামন্ত্রী নয়, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে বাম আমলে ফাইল খোলার কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার শাসক দলের তরফে এই মন্তব্য শোনার পর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল আলিমুদ্দিন৷ তাঁদের বক্তব্য, গত ১২ বছর ধরে ক্ষমতায় থাকার পরেও কেন খোলা হল না? যদি শিক্ষামন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করেন, সেক্ষেত্রে নিজের নামটা যোগ করবেন তো?

শিক্ষামন্ত্রীর কথায়, একেবারে সমস্ত তথ্য তুলে ধরা হবে। শ্বেতপত্রের জন্য তালিকা তৈরিতে সব ক্ষেত্রই ধরা হবে। লোকাল কমিটি, জ়োনাল কমিটি, কাউন্সিলর, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের আত্মীয় স্বজন, পরিবার-পরিজন, যাঁরাই সেই সময়ে শিক্ষকতার চাকরি পেয়েছেন, সবই তালিকায় থাকবে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।