Hyderabad: বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৬

55
hyderabad-fire-swapnalok-complex-secunderabad-fire-6-dead-several-rescued

বৃহস্পতিবার সন্ধ্যায় হায়দরাবাদের (Hyderabad) সেকেন্দ্রাবাদে স্বপ্নলোক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের কবলে পড়ে ১৩ জন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে প্রচণ্ড দগ্ধ ও শ্বাসরোধে মারা গেছেন ৬ জন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ৪ মেয়ে ও ২ ছেলে। স্বপ্নলোক আবাসিক কমপ্লেক্সটি বহুতল যেখানে তারা সবাই একটি মার্কেটিং কোম্পানিতে নিযুক্ত ছিল। এই কমপ্লেক্সে এর কার্যালয় ছিল।

এই ঘটনার বিষয়ে হায়দরাবাদ উত্তর জোনের ডিসিপি চন্দনা দীপ্তি জানিয়েছেন, তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে, যদিও শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ কর্মকর্তা বলেন, আমরা তথ্য পেয়েছি যে ৬ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান তিনি।
কর্মকর্তার মতে, ১৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যার মধ্যে ৬ জন প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, যখন ৬ জনকে বের করা হয়, তখন তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ৭ জনকে। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের চিকিৎসা চলছে। হতাহতরা সবাই তেলেঙ্গানার ওয়ারাঙ্গল ও খাম্মাম জেলার বাসিন্দা।

তথ্যমতে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কমপ্লেক্সে ব্যস্ত সময় এ ঘটনা ঘটে। এই আবাসিক কমপ্লেক্সে অনেক অফিস আছে। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে দমকলের ৬টি গাড়ি পাঠানো হয়। একইসঙ্গে ১০টির বেশি ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুরো কমপ্লেক্সটি ৮ তলা বিশিষ্ট। এর একটি মেঝে থেকে বড় অগ্নিশিখা বের হচ্ছিল এবং কিছুক্ষণের মধ্যেই তা আরও উজ্জ্বল হয়ে উঠল। ধোঁয়ার কারণে ভেতরে আটকে পড়া লোকজন নিশ্চয়ই শ্বাসরুদ্ধ হয়ে পড়েছে।

কর্মকর্তার মতে, আগুনের কারণ শর্ট সার্কিট হতে পারে। এই অগ্নিকাণ্ডে আটকে পড়া এক ভুক্তভোগী বেরিয়ে এসে জানান, ৫ তলায় প্রায় ১০ জন আটকা পড়েছেন। তেলেঙ্গানার মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদবও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি জানান, দমকলকর্মীরা ভবনে আটকে পড়া লোকজনকে সরিয়ে নিতে লোহার রড দিয়ে দেয়াল ভেঙে একটি কক্ষে আটকে পড়া ৫-৬ জনকে বের করে।