ED: দুর্নীতির তদন্তে অভিষেকের বয়ান মেলাতে প্যান কার্ড যাচাই

লিপস অ্যান্ড বাউন্স এর সম্পত্তির খোঁজ ইডির।TMC তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতা ও মুখ্যমন্ত্রীর ভাইপো  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্যের সঙ্গে নথি মিলিয়ে দেখবে (ED) ইডি। এর…

লিপস অ্যান্ড বাউন্স এর সম্পত্তির খোঁজ ইডির।TMC তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতা ও মুখ্যমন্ত্রীর ভাইপো  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্যের সঙ্গে নথি মিলিয়ে দেখবে (ED) ইডি। এর আগেই সাড়ে পাঁচ হাজার পাতার নথি জমা দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরের পক্ষ থেকে NSDL অর্থাৎ যারা প্যান কার্ড ইস্যু করে এবং প্যান কার্ড সম্পর্কিত তথ্য রাখে সেই সংস্থাকে মিনিস্টার ফিনান্সের আন্ডারে থাকে তাদের চিঠি পাঠানো হয়েছে।

এক্ষেত্রে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র এদের ব্যক্তিগত প্যান কার্ডের তথ্য নয় বরং লিপস অ্যান্ড বাউন্সের। কারণ আমরা জানি যে ব্যক্তিগত যেমন প্যান কার্ড থাকে পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকলে তাদের আলাদা একটি প্যান কার্ড থাকে। এবং সেই প্যান কার্ডের আন্ডারে তাদের সকল আর্থিক লেনদেন সহ সমস্ত তথ্য নথিভুক্ত হয়। সেই বিষয় সম্পর্কে জানতে লিপস অ্যান্ড বাউন্স এর প্যান কার্ড সহ সুজয় কৃষ্ণের ভদ্রের যে প্যান কার্ড রয়েছে তার তথ্য জানতে চাওয়া হয়েছে।

এর আগে বিচারপতি অমৃতা সিনহা এই লিপস অ্যান্ড বাউন্সের নথি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তির নথি চেয়ে ছিল তখন ইডি সম্পূর্ণভাবে সকল তথ্য দিতে ব্যর্থ হয়েছিল। সে ক্ষেত্রে তারা সামগ্রিকভাবে এই প্যান কার্ডের মাধ্যমে সম্পত্তি যাচাই করার চেষ্টা করছে।

এর পাশাপাশি তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও লিপস অ্যান্ড বাউন্সের যে নথি পেয়েছিল তা মিলিয়ে দেখার চেষ্টা করছে। এখনো পর্যন্ত যে নথি সাবমিট করা হয়েছে তার সঙ্গে বাস্তবের কতটা মিল রয়েছে বা তার সঙ্গে এর বাইরে আলাদা কোনও সম্পত্তি রয়েছে কিনা সেই বিষয়েও দেখা হচ্ছে। এক কথায় বলতে গেলে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যে দুর্নীতি সেই গোটা বিষয়ে এক এক ধাপ করে এগিয়ে চলেছে ইডির তদন্ত।