Carles Cuadrat: ওয়েঙ্গারের ভারতে আসার প্রসঙ্গে মুখ খুললেন কুয়াদ্রাত

চলতি আইএসএল মরশুমে ও খুব একটা ছন্দে নেই ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। শুরুর দিকে যথেষ্ট ভালো পারফরম্যান্স থাকলেও পরবর্তীতে তা আর ধরে রাখা সম্ভব হয়নি।…

Carles Cuadrat Arsène Wenger

চলতি আইএসএল মরশুমে ও খুব একটা ছন্দে নেই ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। শুরুর দিকে যথেষ্ট ভালো পারফরম্যান্স থাকলেও পরবর্তীতে তা আর ধরে রাখা সম্ভব হয়নি। যারফলে, পাঁচ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশ নম্বরে রয়েছে কলকাতার এই প্রধান। আগামীকাল অ্যাওয়ে ম্যাচে চেন্নাইন এফসির মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

তার আগে গতকাল সাংবাদিক বৈঠক করেন দলের কোচ। সেখানে চেন্নাইন দলকে সমীহ করলেও তাদের বর্তমান পারফরম্যান্স নিয়ে ও যথেষ্ট ওয়াকিবহাল থাকতে দেখা যায় কুয়াদ্রাতকে। তবে সেখানেই শেষ নয়। পরবর্তীতে আর্সেন ওয়েঙ্গারের ভারতে আসার প্রসঙ্গে ও মুখ খোলেন তিনি। বলতে গেলে এই কিংবদন্তি কোচের ভারতে আসার মতো বিষয়কে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন তিনি।

সাংবাদিকের মুখোমুখি হয়ে কুয়াদ্রাত বলেছিলেন, শুধু ভালো মানের ফুটবলার তৈরি করলেই হয়ে যাবে না। তার পাশাপাশি আমাদের দরকার যথেষ্ট উন্নত মানের পরিকাঠামো ও কোচিংয়ের ব্যবস্থা। সেইসাথে খুব অল্প বয়স থেকেই প্রতিযোগিতা মূলক মনোভাব তৈরি করা প্রয়োজন সকলের মধ্যে। তার জন্য যত বেশি সম্ভব ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে সকলকে। তবে দেশের ফুটবল সঠিক পথেই এগোচ্ছে। বলতে গেলে যোগ্য লোকেরাই দায়িত্ব পালন করছেন। তাই আগামী সময় ভারতীয় ফুটবল যে যথেষ্ট উন্নত হতে চলেছে তার আভাস দিয়ে গেলেন কুয়াদ্রাত।

অন্যদিকে, চেন্নাইন ম্যাচে দলের সিনিয়র ফুটবলারদের উপরেই বাড়তি ভরসা রাখছেন লাল-হলুদ কোচ। এক্ষেত্রে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা থেকে শুরু করে হরমনজোত সিং খাবরা, সৌভিক চক্রবর্তী ও মন্দাররাও দেশাইয়ের মতো ফুটবলারদের দিকে বিশেষ নজর থাকবে সকলের।