Abhishek Banerjee: দিল্লিতে তৃ়ণমূলের ধর্নার দিন অভিষেককে ইডি তলব

ফের অভিষেককে (Abhishek Banerjee) তলব করল ইডি। এই তলব রাজনৈতিক কারণে বলছে তৃণমূল। অভিযোগ, নিছকই হেনস্থা করা হচ্ছে। এর আগে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের…

ফের অভিষেককে (Abhishek Banerjee) তলব করল ইডি। এই তলব রাজনৈতিক কারণে বলছে তৃণমূল। অভিযোগ, নিছকই হেনস্থা করা হচ্ছে। এর আগে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিন জেরা করা হয়েছিল। এবার দিল্লিতে ধর্নার দিন তলব করা হয়েছে। কেন্দ্র সরকারের আর্থিক বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে ধর্না দেবে তৃণমূল কংগ্রেস সরকার। সেই ধর্নার দিনই জেরায় হাজিরা দিতে ডাকা হল তৃ়ণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। তবে এর আগে নিয়োগ দুর্নীতি ও কয়লা পাচার মামলায় অভিষেককে কেন্দ্রীয় গোয়েন্দা এথেন্সি জেরা করে। সর্বশেষ ইডি জেরার আগে অভিষেককে মৌখিক রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট।

৩ রা অক্টোবর দিল্লিতে ধর্নার দিনই অভিষেককে সিজিওতে তলব ইডির। অভিষেক এ প্রসঙ্গে বলেছেন, প্রত্যেকবার‌ রাজনৈতিক কর্মসূচির দিন তাকে তলব করা হয়। সেই কর্মসূচির নেতৃত্ব দেওয়ার কথা অভিষেকের। তাই ৩ অক্টোবর অভিষেক হাজিরা দেবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। সেই নোটিসের কথা এক্স মাধ্যমে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। তিনি উল্লেখ করেছেন, “রাজ্যের প্রাপ্য টাকার দাবি জানিয়ে যে দিন দিল্লিতে কর্মসূচি রয়েছে, সেদিনই তলব করা হল। এতেই প্রমাণ হয় আসলে কারা ভয় পাচ্ছে।” চলতি মাসেই ইডি তলব করেছিল অভিষেককে। প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে।

তৃণমূল সূত্রে খবর, ওইদিন ইডি-র তলবে সাড়া দেওয়ার সম্ভাবনা কম। ২ ও ৩ অক্টোবর দিল্লিতে কর্মসূচি হওয়ার কথা তৃণমূলের। অভিষেকের নেতৃত্বে সেই কর্মসূচিতে যোগ দেবেন কয়েক হাজার কর্মী। তাই ওই কর্মসূচি ছেড়ে অভিষেক কলকাতায় হাজিরা দিতে আসবেন না বলেই মনে করা হচ্ছে।