কলকাতা জুড়ে ইডি তল্লাশি, তৃণমূলে উদ্বেগ

শনিবার সাত সকালে অভিযান ইডির৷ শহর কলকাতায় তিন জায়গা, পার্কস্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচের শাহি আস্তাবলে চলছে ইডির অভিযান৷ প্রায় ১ ঘন্টার বেশী সময় ধরে অভিযান…

শনিবার সাত সকালে অভিযান ইডির৷ শহর কলকাতায় তিন জায়গা, পার্কস্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচের শাহি আস্তাবলে চলছে ইডির অভিযান৷ প্রায় ১ ঘন্টার বেশী সময় ধরে অভিযান চলছে৷ তবে কোন বিষয়ে অভিযান? তা এখনও অবধি ইডির তরফে জানানো হয়নি।

সূত্রের খবর, এদিন সকাল সাতটা নাগাদ একযোগে তিন জায়গায় অভিযান চালায় ইডি৷ এর মধ্যে গার্ডেনরিচে নিসান খান নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা৷ তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে, পার্কস্ট্রিটে এক বহুতল আবাসনে এক আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা৷ সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়েছে অভিযান৷ আর্থিক দুর্নীতি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। মোমিনপুরে এক বস্ত্র ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়েছে ইডির আধিকারিকরা। কিন্তু ওই ব্যবসায়ী উপস্থিত না থাকায় তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

এর আগে একাধিক দুর্নীতিতে রাজ্যজুড়ে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবারের অভিযানের কারণ এখনও অবধি জানা যায়নি৷ অনুমান, আর্থিক দুর্নীতি বিষয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ইডির আধিকারিকরা।