আক্রান্ত আনিস খানের ভাই, গর্জে উঠলেন দিলীপ ঘোষ

ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর ঘটনায় অন্যতম সাক্ষী আনিসের খুড়তুতো ভাই সলমনের ওপর হামলা৷ সলমনের বাড়িতেই তাঁর ওপর হামলা। সরাসরি অভিযোগ উঠেছে রাজ্যের শাসক…

Dilip Ghosh

ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর ঘটনায় অন্যতম সাক্ষী আনিসের খুড়তুতো ভাই সলমনের ওপর হামলা৷ সলমনের বাড়িতেই তাঁর ওপর হামলা। সরাসরি অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। সেই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

তিনি বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের পরিবারকে কীভাবে বাঁচাবেন, তা নিয়েই ব্যস্ত থাকেন, সেখানে সাধারণ মানুষের সুরক্ষা থাকবে কি করে? এখন তো চোর, গুন্ডাদেরই রাজত্ব। পুলিশও ওদের বিরুদ্ধে কোনও স্টেপ নিতে পারে না৷ কারণ, ওরাই তো তৃণমূলের সম্পদ৷ আর ওদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ছাত্রনেতা আনিস খানের মৃত্যুকে ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। আমতার সারদা গ্রামের দক্ষিণ খাঁ পাড়ার বাসিন্দা আনিসের মৃত্যুর জন্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলে তাঁর পরিবার৷ ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার ও একজন হোমগার্ডকে গ্রেফতার করা হয়৷ সেই ঘটনার রেশ ধরে লাগাতার আন্দোলনে সরব হয়েছে সমস্ত বিরোধী দলগুলি৷

শুক্রবার রাতে আনিসের খুড়তুতো ভাই সলমন খানকে আঘাত করা হয়। সলমনের পরিবারের তরফে জানানো হয়েছে, গতকাল রাত ১ টা ১৫ নাগাদ আচমকা সলমনের বাড়িতেই তাঁর ওপর হামলা চালায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। বাথরুম থেকে বেরিয়ে দেখেন হামলার পর মাথায় গুরুতর আঘাত নিয়ে পড়ে থাকেন সলমন।

সলমনের স্ত্রীর চিতকারে এলাকাবাসী এসে রক্তাক্ত সলমনকে হাসপাতালে নিয়ে যান। ততক্ষণে ঘটনাস্থল থেকে চম্পট দেয় হামলাকারী৷ গকতজন তার অবস্থা গুরুতর। জখম সলমন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।পরিবারের তরফে দাবি করা হয়েছে, গতকাল রাত ৩ টে নাগাদ আমতা থানার পুলিশ উপস্থিত হয়৷ সমস্ত তথ্য সংগ্রহ করে নিয়ে যায়।

আনিসের বাবার বক্তব্য, আনিসের মৃত্যুর অন্যতম সাক্ষী সলমনকে হত্যার পিছনে কী কারণ থাকতে পারে? ক্রমশ ঘনাচ্ছে রহস্য।