ED Raid: তৃণমূলের হামলার পর ইডি ডিরেক্টরের বার্তা ‘নির্ভয়ে তদন্ত করুন’

সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডি (ED) অফিসাররা। হামলার নির্দেশ দিয়ে পলাতক উত্তর ২৪ পরগনা জেলাপরিষদ মৎস্য কর্মাধক্ষ্য শেখ শাহজাহান। রক্তাক্ত সেই…

সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডি (ED) অফিসাররা। হামলার নির্দেশ দিয়ে পলাতক উত্তর ২৪ পরগনা জেলাপরিষদ মৎস্য কর্মাধক্ষ্য শেখ শাহজাহান। রক্তাক্ত সেই ছবিত দেশজুড়ে বিতর্কে মুখ্যমন্ত্রী মমতার প্রশাসন। সেই ঘটনার পর কলকাতায় এসে ইডি ডিরেক্টরবার্তা দিলেন ‘ভয় না পেয়ে নির্ভয়ে তদন্ত করুন’।

সিজিও কমপ্লেসের মিটিং করেছেন ইডি প্রধান রাহুল নবীন। ইডি আধিকারিকদের সঙ্গে প্রথম পর্যায়ের বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে বলে জানা গিয়েছে। যেখানে সব তদন্তকারী অফিসাররা বিশেষ করে সন্দেশখালিতে আক্রান্ত অফিসাররা ছিলেন বলে জানা গিয়েছে।

এদিন ইডি প্রধান বিএসএফ, সিআরপিএফ ও এন আই এ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর অনুযায়ী প্রথম পর্যায়ের সিজিও কমপ্লেক্সের এই বৈঠকে আগামী দিন দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর ২৪ পরগনা জেলায় বহিরাগত রোহিঙ্গাদের বিরুদ্ধে তদন্ত এবং অভিযানে ইডিকে কিভাবে বাকিরা সাহায্য করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শুধু তাই নয় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে ইডি(ED) অফিসাররা কাদের দ্বারা আক্রান্ত হল সে বিষয়ে সিআইএসএফ, বিএসএফ এবং এনআইয়ের কাছে কি কি তথ্য আছে তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। জানা গিয়েছে দ্বিতীয় পর্যায়ের বৈঠকে বৈঠকে ইডি অধিকর্তা তার অফিসারদের নিয়ে আগামী দিন কিভাবে পরবর্তী তল্লাশি হবে তা নিয়ে ব্লু – প্রিন্ট তৈরি করেছেন।

সোমবার গভীর রাতে কলকাতা আসেন ইডি প্রধান রাহুল নবীন। সূত্রের খবর অনুযায়ী,সোমবার রাতে কলকাতা এসে ইডি ডিরেক্টর রাহুল নবীন আহত ইডি অফিসারকে দেখতে সল্টলেকের হাসপাতালে যান।মঙ্গলবার সকালে সল্টলেকের ইডি অফিসে আধিকারিকদের সাথে মিটিং করেন তিনি। শুক্রবার অভিযানে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন সন্দেশখালিতে।ইতিমধ্যেই কোলকাতার ইডি দপ্তর থেকে সমস্ত ঘটনা জানানো হয় তাদের দিল্লির সদর দপ্তরে। তারপরেই তড়িঘড়ি কলকাতায় আসেন ইডি প্রধান।