U17 Youth League: ইস্টবেঙ্গল পারল না, টানা ৫ ম্যাচে অক্ষত মোহন তরী

একই দিনে ইস্টবেঙ্গলের দুই ম্যাচ। বড়দের পাশাপাশি মঙ্গলবার ক্লাবের ছোটরাও মাঠে নেমেছিল। অনূর্ধ্ব ১৭ যুব টুর্নামেন্টে (U17 Youth League) আজ. মঙ্গলবার ছিল কলকাতা ডার্বি, ইস্টবেঙ্গল…

East Bengal Triumphs Over Mohun Bagan in U17 Youth League

একই দিনে ইস্টবেঙ্গলের দুই ম্যাচ। বড়দের পাশাপাশি মঙ্গলবার ক্লাবের ছোটরাও মাঠে নেমেছিল। অনূর্ধ্ব ১৭ যুব টুর্নামেন্টে (U17 Youth League) আজ. মঙ্গলবার ছিল কলকাতা ডার্বি, ইস্টবেঙ্গল বনাম মোহন বাগান সুপার জায়ান্টের ম্যাচে।

প্রতিযোগিতায় এর আগেও মুখোমুখি হয়েছিল কলকাতার এই দুই ক্লাবের যুব দল। সবুজ মেরুন ক্লাবের মাঠে ৪-০ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। এই ম্যাচের পর গুরুতর অভিযোগ উঠেছিল লাল হলুদের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল দলের একাধিক ফুটবলারের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ তুলেছিল মোহনবাগান। বিতর্ক চলেছিল বেশ কয়েক দিন। বিতর্কের রেশ এখন থিতিয়ে গিয়েছে।

অনূর্ধ্ব ১৭ যুব টুর্নামেন্টে বেশ ভালো ফর্মে রয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই ম্যাচে পরাজয়ের পর দলকে আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি। পরপর ম্যাচ থেকে পয়েন্ট পেয়েছে বাগান। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ছিল সবুজ মেরুন ব্রিগেড। মশাল বাহিনীর ফুটবলারদের মধ্যেও ছিল জয় তুলে নেওয়ার মতো মানসিকতা।

ম্যাচের শুরু থেকে একটি সাবধানী ছিল দুই দল। তবুও গোল করার মতো কিছু সুযোগ দুই দলের কাছে এসেছিল। শেষ পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। বাগান অবশ্য নিজেদের একটা রেকর্ড ধরে রাখল। শেষ চার ম্যাচে তারা কোনো গোল হজম করেনি। ইস্টবেঙ্গলও গোল দিতে পারল না।