ঘাটালবাসীর ৭০ বছরের স্বপ্ন সত্যি হতে চলেছে, প্রার্থী হওয়া প্রসঙ্গে মুখ খুললেন দেব

অবশেষে ঘাটালে প্রার্থী হওয়া নিয়ে মুখ খুললেন ঘাটালের ১০ বছরের সাংসদ দেব৷ বলেন, “দিদি ও অভিষেক ঘাটালের মানুষের জন্য এমন প্রস্তাব দিলেন, যার জন্য আমি…

Ghatal residents outraged over allegations of cut money taken by TMC MP Dev

অবশেষে ঘাটালে প্রার্থী হওয়া নিয়ে মুখ খুললেন ঘাটালের ১০ বছরের সাংসদ দেব৷ বলেন, “দিদি ও অভিষেক ঘাটালের মানুষের জন্য এমন প্রস্তাব দিলেন, যার জন্য আমি সারাজীবন অপেক্ষা করতেও রাজি আছি৷ ঘাটালে আদি বাড়ি তাই সেখানের জন্য আমার একটা অন্যরকম ইমোশন কাজ করে৷ দিদি ও অভিষেক এমন কিছু প্রমিস করেছে, যার জন্য আমি তাঁদের না করতে পারিনি৷ ঘাটালের মানুষের ৭০ বছরের স্বপ্ন সত্যি হতে চলেছে৷ ঘাটাল মাস্টার প্ল্যান সত্যি হতে চলেছে৷ কেন্দ্রীয় সরকার যদি করে খুব ভালো৷ নাহলে বাকিটা দিদি ও অভিষেক বলবেন৷ ঘাটালবাসীর জন্য দশ বছরে যা যা করতে, এবারে তা করতে চাই৷”

শঙ্কর দলুই ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যানের পদ থেকে সরানো নিয়ে দেব বলেন, “এটা নিয়ে আমার কিছু বলার নেই৷ দলের সিদ্ধান্ত৷ আমি বরং শনিবার দিদিকে বলেছিলাম, শঙ্কর দলুইয়ের কাছ থেকে আমি রাজনীতি শিখেছি৷ অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ৷” সূত্রের খবর, সপ্তাহের প্রথমদিন সোমবার আনুষ্ঠানিকভাবে ঘাটালে প্রার্থী হিসেবে দেবের নাম ঘোষণা করবেন স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুভ কাজ ফেলে রাখতে চাইছেন না মমতা৷ লোকসভা নির্বাচনে লড়াই করতে নিজে খুব একটা আগ্রহী ছিলেন না দেব৷ কিন্তু তাঁকে ব্যক্তিগতভাবে ঘাটাল থেকে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

শনিবার বিকেলে প্রথমে অভিষেক ও পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেন দেব৷ তারপর আর তাঁদের অনুরোধ ফেলতে পারেননি তিনি৷ তাঁদের কথায় ঘাটাল থেকেই তৃণমূলের টিকিটে দাঁড়াবেন বলে মনস্থির করে ফেলেছেন টলিউডের সুপারস্টার৷