এক বছর তিন খেতাব, অস্ট্রেলিয়ার কাছেই বারবার আটকে গেল ভারত

এক বছরের মধ্যে তৃতীয়বার হতাশার মুখে পড়ল ভারতীয় দল। তিনবারই সামনে ছিল অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া একবার ভারতকে হারানোর আগে দু’বার ভারতের সিনিয়র দল হতাশ…

Australia Thwarts India's Triple Title Bid in U-19 Cricket

এক বছরের মধ্যে তৃতীয়বার হতাশার মুখে পড়ল ভারতীয় দল। তিনবারই সামনে ছিল অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া একবার ভারতকে হারানোর আগে দু’বার ভারতের সিনিয়র দল হতাশ করেছিল। অর্থাৎ এক বছরে তিনবার হারিয়ে ভারতকে তিনটি বড় শিরোপা জিততে বাধা দিয়েছে অস্ট্রেলিয়া।

১৯ নভেম্বর ২০২৩-এর দিনটি কোনও ভারতীয় ক্রিকেটপ্রেমী এখনও ভুলতে পারেননি। এবার ১১ ফেব্রুয়ারি ২০২৪, আবারও সেই মুহূর্তের কথা মনে করিয়ে দিল ভারতের তরুণ দল।

২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উদয় সাহারানের অধিনায়কত্বে ভারতীয় দল অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব -১৯ দলের কাছে ৭৯ রানে পরাজিত হয়েছে। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়া তাদের চতুর্থ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে। অন্যদিকে ষষ্ঠবারের মতো খেতাব জিততে পারেনি টিম ইন্ডিয়া। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের চতুর্থ অধিনায়ক হিসেবে হারের নজির গড়লেন উদয় সাহারান।

২০২৩ সালের জুনে কেনিংটন ওভালের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। এরপর ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজেয় টিম ইন্ডিয়া ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে ওয়ানডে বিশ্বকাপ হাতছাড়া করে। এখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে চতুর্থ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।
গতকালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পরাজয় ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে করিয়ে দিয়েছে রোহিত শর্মার দলের কথা, যারা ওয়ানডে বিশ্বকাপের (One) ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। সেই ঐতিহাসিক দলকে কেউ ভুলতে পারবে না। গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচ টিম ইন্ডিয়া জিতলেও ফাইনালে স্বপ্নভঙ্গ করে অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একই রকম ঘটনা ঘটল।