Saul Crespo: সম্ভবত বাকি মরশুমের জন্য ছিটকে গেলেন ইস্টবেঙ্গলের এই তারকা

ওডিশা এফসিকে হারিয়ে কলিঙ্গ জয়ের পর একটু সমস্যা নিয়েই অনুশীলন করছিলেন ক্রেসপো (Saul Crespo)। তারপর ডার্বি ম্যাচ খেলতে গিয়ে বড়সড় চোট আসে এই দাপুটে ফুটবলারের।…

Saul Crespo

ওডিশা এফসিকে হারিয়ে কলিঙ্গ জয়ের পর একটু সমস্যা নিয়েই অনুশীলন করছিলেন ক্রেসপো (Saul Crespo)। তারপর ডার্বি ম্যাচ খেলতে গিয়ে বড়সড় চোট আসে এই দাপুটে ফুটবলারের। যারফলে, মাঝ পথেই মাঠ ছাড়তে হয় তাকে। পরবর্তীতে তার চোট পরীক্ষা করলে জানা যায় আগামী একমাস মাঠের বাইরে থাকতে হবে এই স্প্যানিশ তারকাকে।

যারফলে, ধরা হচ্ছিল যে আগামী তিন থেকে চারটি ম্যাচ খেলা সম্ভব নয় ক্রেসপোর। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ইমামি ইস্টবেঙ্গল দলের কাছে। আসলে এই স্প্যানিশ তারকার অনুপস্থিতিতে মাঝমাঠের লড়াইয়ে দল যে কিছুটা হলেও পিছিয়ে পড়বে তা কিন্তু নতুন করে বলার অপেক্ষা রাখেনা।

যার প্রভাব ব্যাপকভাবে দেখা গিয়েছে নর্থইস্ট ম্যাচে। সাউল ক্রেসপোর পাশাপাশি কার্ড সমস্যার জন্য সেই ম্যাচে খেলতে পারেনি সৌভিক চক্রবর্তী। যারফলে, অ্যাডভান্টেজ পেয়েছে প্রতিপক্ষ দল। নর্থইস্টের ঘন ঘন আক্রমণে কার্যতো দিশেহারা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল হিজাজিদের। ম্যাচের দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল জ্বলে উঠলেও শেষ পর্যন্ত ম্যাচের ফেরা সম্ভব হয়নি তাদের পক্ষে। এক্ষেত্রে বারংবার দলের মাঝমাঠ ও তরুণ তারকাদের সক্রিয়তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। তবে সেই সমস্যা ভুলে নিজেদের পরবর্তী ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে এই প্রধান।

তবে তার আগে সাউল ক্রেসপোকে নিয়ে উঠে আসলো নয়া তথ্য। যতদূর জানা গিয়েছে, শুধুমাত্র দুই-তিনটি ম্যাচ নয়। চলতি মরশুমের জন্য নাকি পুরোপুরি ছিটকে গিয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। তা নিয়ে ক্লাবের তরফ থেকে এখনো কোনো কিছু না জানানো হলেও এটি সত্যি হলে বিরাট বড় ধাক্কা খাবে মশাল ব্রিগেড। ‌