Dengue: রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার

বাংলা ক্রমশ খারাপ পরিস্থিতির দেকি এগোচ্ছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমার কোনও লক্ষণই নেই। ডেঙ্গুর ভয়াবহ আকার বাংলায়। জানা যাচ্ছে দেশে সবথেকে বেশি ডেঙ্গু আক্রান্ত পশ্চিমবঙ্গে।…

বাংলা ক্রমশ খারাপ পরিস্থিতির দেকি এগোচ্ছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমার কোনও লক্ষণই নেই। ডেঙ্গুর ভয়াবহ আকার বাংলায়। জানা যাচ্ছে দেশে সবথেকে বেশি ডেঙ্গু আক্রান্ত পশ্চিমবঙ্গে। এছাড়া ১ নভেম্বর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার।

গোটা রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজারের মধ্যে শুধুমাত্র দক্ষিণবঙ্গের ১৬ জেলায় আক্রান্ত ৭৩ হাজার ৩১৮ জন। ১ নভেম্বর পর্যন্ত উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩৭৪ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। কলকাতার আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৮৫ জন । ৯ হাজার আক্রান্তর সংখ্যা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ।

রাজ্য় থেকে বর্ষা বিদায় নিলেও উদ্বেগজনক ডেঙ্গু পরিস্থিতি রাজ্যে। স্বাস্থ্য মন্ত্রকের ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুযায়ী কেরলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৭০ জন। দ্বিতীয় স্থানে কর্ণাটক, সেখানে ডেঙ্গি আক্রান্ত ৯ হাজার ১৮৫। এই তথ্যের ভিত্তিতে, দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে পশ্চিমবঙ্গেই।

গত বছর পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ২৭১ জন। ২০২১ এ সংখ্যাটা ছিল ৮ হাজার ২৬৪ জন। ২০২০-তে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ১৬৬ জন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বিভিন্ন পুরসভাগুলিকে সতর্ক করছেন।