Dengue: পুজোর মুখে ডেঙ্গুর আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যজুড়ে

কোভিড আতঙ্কের মাঝেই নতুন করে ডেঙ্গু (Dengue) চোখ রাঙাচ্ছে। বিগত ৭ দিনে শুধু সরকারি হাসপাতালেই ভর্তির সংখ্যা প্রায় ৬০০। ডেঙ্গুরএছাড়া ২ সপ্তাহে নতুন করে রাজ্যে…

Dengue

কোভিড আতঙ্কের মাঝেই নতুন করে ডেঙ্গু (Dengue) চোখ রাঙাচ্ছে। বিগত ৭ দিনে শুধু সরকারি হাসপাতালেই ভর্তির সংখ্যা প্রায় ৬০০। ডেঙ্গুরএছাড়া ২ সপ্তাহে নতুন করে রাজ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪০ জন। এমনটাই রিপোর্ট দিয়েছে স্বাস্থ্য দফতর। রাজ্যে বর্তমানে মোট ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪২৪ জন। ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি দেখা দিয়েছে হাওড়া, জলপাইগুড়ি ও উত্তর ২৪ পরগণায়।

সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী মেট্রো এবং অন্যান্য সাইটগুলির নির্মাণ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার উপর জোর দিয়েছিলেন। সূত্রের খবর, উত্তরবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও জলপাইগুড়িতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।

কলকাতা পুরসভার (কেএমসি) অধীনে থাকা ১৭টি বরোর মধ্যে আটটি (বরো নম্বর ১, ৬,৭,৮,৯,১০, ১১ ও ১২) ডেঙ্গিতে আক্রান্ত বলে সূত্রের খবর। কাশীপুর, বেলগাছিয়া, বালিগঞ্জ, বেকবাগান, বাগবাজার, শ্যামবাজারের মতো এলাকা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।