লুঙ্গি কবে পরবেন, বাবুলকে প্রশ্ন দিলীপের

তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে প্রার্থী হতেই অন্য চেহারায় দেখা গিয়েছে বাবুল সুপ্রিয়কে। মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী মাথায় ফেজ টুপি দিয়ে ধর্মীয় অনুষ্ঠানে সামিল হয়েছিলেন।…

babul-supriya

তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে প্রার্থী হতেই অন্য চেহারায় দেখা গিয়েছে বাবুল সুপ্রিয়কে। মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী মাথায় ফেজ টুপি দিয়ে ধর্মীয় অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। যা নিয়ে অনেক সমালোচনা শুরু হয়েছে। আর সেই নিয়েই বাবুলকে কটাক্ষ করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভ্রতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই সবে তো টুপিটা পরলেন এবার লুঙ্গি কবে পরবেন সেটাও জানিয়ে দিন।” এর আগে দিলীপ ঘোষকে জোকার বলে কটাক্ষ করেছিলেন বাবুল। যার জবাবে এদিন দিলীপ বলেন, “কে জোকার তা লোকে দেখেছে। পার্টি চেঞ্জ করার সাথে সাথে বেশভূষাও চেঞ্জ হচ্ছে। নৈতিক দিক থেকে উনি সব জায়গায় হেরে গিয়েছে। এখন কোনমতে হাতে-পায়ে ধরে মন্ত্রি হবার চেষ্টা করছেন। ওনার আর কিছু চাইনা শুধু একটা মন্ত্রিত্ব সিকিউরিটি আর একটা গাড়ি চাই। এটাই ওনার জীবনের লক্ষ্য।”

বিজেপিতে থাকাকালীন মুসলিম কোনও ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় কিছু বললেই তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকি দিতেন তৎকালীন বিজেপির ‘হার্ডহিটিং হিন্দুত্ববাদী’ বাবুল সুপ্রিয়। রাজনৈতিক বিষয় ছাড়া ফুটবল নিয়ে বিতর্কেও এক মুসলিম যুবককে দেশ ছাড়া করার হুমকি দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল। সেই বাবুলই এখন মাথায় ফেজ টুপি পরে সামিল হচ্ছেন ইসলামিক অনুষ্ঠানে। এখন সমীকরণ বদলে গিয়েছে।