DA Protest: ২৯ জানুয়ারি থেকে সরকারি কাজ অচলের হুমকি

পথে ডিএ আন্দোলনকারীরা, দাবি পূরণ না হলে ২৯ জানুয়ারি থেকে কর্মবিরতির ডাক। বকেয়া ডিএ এর দাবিতে রাস্তায় নেমেছে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। কলকাতায় মহা…

DA Protest: Demands for March in Mamata Banerjee's Neighborhood with Symbolic Corpse

পথে ডিএ আন্দোলনকারীরা, দাবি পূরণ না হলে ২৯ জানুয়ারি থেকে কর্মবিরতির ডাক। বকেয়া ডিএ এর দাবিতে রাস্তায় নেমেছে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। কলকাতায় মহা মিছিল অনড় সংগ্রামী যৌথ মঞ্চের।

বিভিন্ন দিক থেকে আসে মিছিল। হাওড়া থেকে একটি মিছিল আসে ধর্মতলায়। আরেকটি মিছিল আসে শিয়ালদহ থেকে। হাওড়া থেকে আসা মিছিলে হাওড়া ব্রিজের ওপর বিপুল সংখ্যক মানুষ সেই মিছিলে যোগদান করেছেন। শুধুমাত্র সরকারি কর্মচারীরা নয় আদিবাসী দাউতা মঞ্চের তরফ থেকে তাদের কর্মী সমর্থকরা আজকের এই মিছিলে যোগদান করেছেন। ৫৬ জে ধারা জারির কথা বলা হয়েছে। সেক্ষেত্রে মিছিল অংশগ্রহণকারী একজন বলছেন এর কোন বাস্তব ভিত্তি নেই।

এই মিছিল সামাজিক আন্দোলনের রূপ নিতে চলেছে বলে বিক্ষোভকারীদের দাবি। ডিটেলমেন্ট কথাটি অসাংবিধানিক। এই নিয়ে চ্যালেঞ্জের পরিকল্পনা করছে ডিএ এর দাবিতে মিছিলকারী সংগঠন। কোনভাবে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে ভয় পেয়ে থামছেন না সংগঠন।

মিছিল থেকে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যদি কেন্দ্রীয় হারে ডিএ না দেন তাহলে চলতি মাস থেকে লাগাতার কর্মবিরতি শুরু করবেন রাজ্য সরকারি কর্মচারিরা।