DA Protest: প্রতীকী মৃতদেহ নিয়ে মমতার পাড়ায় ডিএ দাবিতে মিছিল

রাজ্য সরকারি কর্মীদের ডিএ আন্দোলনের (Da protest) মিছিল ঘিরে সরগরম কালীঘাট। আন্দোলনের শততম দিনে মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়ায়।

DA Protest: Demands for March in Mamata Banerjee's Neighborhood with Symbolic Corpse

রাজ্য সরকারি কর্মীদের ডিএ আন্দোলনের (Da protest) মিছিল ঘিরে সরগরম কালীঘাট। আন্দোলনের শততম দিনে মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়ায়। এই মিছিলের চারিদিকে বিপুল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ধরপাকড়ের আশঙ্কা করছেন সরকারি কর্মীরা।

সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, দক্ষিণ কলকাতায় বিশাল মিছিল হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে মিছিলে পা মেলাবেন হাজার হাজার সরকারি কর্মী। হাজরা মোড় থেকে এই মিছিল শুরু হবে। মুখ্যমন্ত্রীর বাড়ির নিকট দিয়ে মিছিল যাবে। তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেও এই মিছিল যাবে।

শান্তি রক্ষা সহ কিছু শর্তে হরিশ মুখার্জি রোড ধরে এই মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।