DA Protest: ৪ শতাংশ ডিএ ‘মমতার আইওয়াশ’ বলে সরকারি কর্মীদের বিক্ষোভ তুঙ্গে

রাজ্য সরকারি কর্মীদের অতিরিক্ত চার শতাংশ ডিএ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও কমছে না আন্দোলনের মেজাজ। মমতার ঘোষণা করা বাড়তি চার…

রাজ্য সরকারি কর্মীদের অতিরিক্ত চার শতাংশ ডিএ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও কমছে না আন্দোলনের মেজাজ। মমতার ঘোষণা করা বাড়তি চার শতাংশ মহার্ঘ্য ভাতাকে স্রেফ আইওয়াশ বলে দেগে আন্দোলন আরও বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। হাই কোর্টের অনুমতি নিয়ে মাঝরাতেই নবান্নের উল্টোদিকে ধরনায় (DA Protest) বসে পড়েছেন ডিএ আন্দোলনকারীরা।

দ্বিতীয় দিনেও উত্তাল নবান্ন চত্ত্বর। নবান্ন লিখে চলছে দড়ি টানাটানি। স্লোগান স্লোগানে মুখরিত ডিএ-র আন্দোলন। তাদের হকের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ডিএ আন্দোলকারীরা। এক ডিএ আন্দোলকারীর কথায়, “আমাদের দাবি অবশ্যই মিটবে অবিলম্বে মিটবে এবং সে দাবি দাওয়া নিয়েই আমরা উঠবো।”

ধর্নাস্থল নিয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা চলছে আন্দোলনকারীদের। সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, হাই কোর্টের নির্দেশ থাকা সত্বেও ধরনায় বাধা দিচ্ছে পুলিশ। যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঢাক পিটিয়ে, বাটি বাজিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। সকাল থেকেই সমানে চলছে স্লোগান, উঠছে বল হরি বোল ধ্বনি। পুলিশের সঙ্গে তর্কাতর্কিতেও জড়াচ্ছেন তারা।

বৃহস্পতিবারই ডিএর দাবিতে নবান্নের সামনের ধর্নার শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে হাই কোর্ট। নবান্ন বাসস্ট্যান্ডে যৌথ সংগ্রামী মঞ্চের অবস্থানে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আদালত জানিয়েছে, ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর ধরনায় বসতে পারবেন তারা।

আদালতের শর্ত, ৩০০ জনের বেশি একসঙ্গে ওই ধর্নামঞ্চে থাকতে পারবেন না। একইসঙ্গে আদালত জানিয়েছে, দূষণ নিয়ন্ত্রণ বিধি মেনে করতে হবে অবস্থান আন্দোলন। জাতীয় সড়কের ওপর যাতে কোনও প্রভাব না পরে সেদিকে খেয়াল রাখতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বিধি আরোপ করতে পারবে হাওড়া পুলিশ কমিশনারেট।