ট্রেন থেকে হকার সরাতে যাত্রীদের গুরু দায়িত্ব রেলের

কলকাতা: লোকাল ট্রেনে উঠলে শোনা যায়, বাদাম-ডালমুট মাত্র ৫টাকা, ক্লিপ-গাডার যা নেবেন মাত্র ১০, গরমে গলা ঠান্ডা করতে জুস পান করুন মাত্র ১০ টাকাতে…….৷ এই…

কলকাতা: লোকাল ট্রেনে উঠলে শোনা যায়, বাদাম-ডালমুট মাত্র ৫টাকা, ক্লিপ-গাডার যা নেবেন মাত্র ১০, গরমে গলা ঠান্ডা করতে জুস পান করুন মাত্র ১০ টাকাতে…….৷ এই সব শোনা থেকে বিরত করতে চাইছে রেল কর্তৃপক্ষ৷ স্টেশন ও ট্রেন থেকে হকার সরাতে অভিযানে নেমেছে রেল৷ সেই সঙ্গে এই বিষয়ে যাত্রীদের উপর গুরু দায়িত্ব দিল রেল৷

রেলের মুখ‌্য জনসংযোগ বিভাগ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, হকারদের থেকে খাবার এবং অন‌্য সামগ্রী কেনা থেকে বিরত থাকতে হবে যাত্রীদের৷ এভাবে হকার বর্জনের ডাকে রীতিমতো ক্ষুব্ধ যাত্রীরা৷ সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার নেত্রা স্টেশন থেকে বেশ কিছু বেআইনি স্টল ভেঙে দেয় আরপিএফ৷

উল্লেখ্য, সম্প্রতি অমৃত ভারত প্রকল্পে বেশ কিছু স্টেশনের উন্নয়ন শুরু করেছে রেল৷ এই কারণেই হকার উচ্ছেদের কাজ শুরু হয়েছে৷ স্টেশন থেকে হকার ও মুটিয়া মজদুর সরানোর পরিকল্পনার বিরুদ্ধে হাওড়া স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ করবে তৃণমূলের শ্রমিক সংগঠন৷

হকার উচ্ছেদ প্রসঙ্গে এক যাত্রী বলেন, ‘‘আমি শিয়ালদে কাজ করি৷ বাড়ি বনগাঁ৷ কাজ সেরে বাড়ি ফেরার পথে ট্রেন থেকেই খাবার কিনে খাই৷ এইভাবে ট্রেনে হকারদের যাতায়াত বন্ধ করে দিলে তো আমাদের মতো নিত্যযাত্রীদের খুবই অসুবিধা হবে৷ খাবার ছাড়াও আমরা অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিস ট্রেন থেকে কিনতে পারি৷ সেক্ষেত্রেও সমস্যা হবে৷ এখন রেল আমাদের ঘাড়ে বন্দুক রাখতে চাইছে৷ কিন্তু আমরা যাত্রীরা রেলের সঙ্গে মোটেই একমত হতে পারছি না৷’’

এক নাম প্রকাশে অনিচ্ছুক হকারের কথায়, ‘‘হকারি করে সংসার চালাই৷ বাড়িতে বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে৷ রেলের এই সিদ্ধান্তে তো আমাদের না খেতে পেয়ে মরতে হবে৷ আমাদের হকারি করা বন্ধ করতে চাইছে রেল কিন্তু তার বিনিময়ে কোনো বিকল্প ব্যবস্থার কথা তো জানাচ্ছে না৷ আমাদের মতো ছোটো ব্যবসায়ীদের ওতো সামর্থ নেই যে দোকান করে সংসার চালাবো৷ তাই রেলের এই হকার উচ্ছেদের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামবো৷’’